ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যশোরে জঙ্গী আস্তানায় অভিযান ॥ বিপুল বিস্ফোরক উদ্ধার

প্রকাশিত: ০৭:৫০, ২৪ অক্টোবর ২০১৭

যশোরে জঙ্গী আস্তানায় অভিযান ॥ বিপুল বিস্ফোরক উদ্ধার

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে ফের জঙ্গী আস্তানার সন্ধান মিলল। সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাগলাদহ মালোপাড়ার এই আস্তানায় সোমবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালায়। এ সময় বিপুল বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়। অবশ্য আগেই আটক করা হয় আস্তানার মালিক মোজাফফর হোসেনকে। রাত পৌনে আটটার দিকে বাড়িটি ঘেরাও দিয়ে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। রাত দশটার দিকে তা শেষ হয়। এরপর ব্রিফিং করেন যশোরের এসপি আনিসুর রহমান। ব্রিফিংয়ে এসপি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাড়ির মালিক মোজাফফরকে সন্ধ্যায় শহর থেকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ৫০ গ্রেনেড বডি, ৫০ সুইচ, ৩১ ব্রেকার, একটি পিস্তল, তিনটি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি, ৫ লিটার এসিডসহ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। আনিসুর রহমান বলেন, ধৃত মোজাফফর জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, সে এই অঞ্চলের নব্য জেএমবির সংগঠক। তার বাসায় জঙ্গীদের অবাধ যাতায়াত ছিল। তার স্ত্রী, দুই মেয়েসহ পরিবারের সদস্যরা এখন পুলিশের নজরদারিতে। প্রয়োজন হলে তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে, সোমবার রাত পৌনে আটটার দিকে বাড়িটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছয়টি ইউনিট। বগুড়া ডিবি, পুলিশ হেডকোয়ার্টারের সদস্য, গোয়েন্দা পুলিশ, সোয়াট, যশোর পুলিশ এবং বিস্ফোরক ডিসপোজাল ইউনিটসহ আইনশৃঙ্খলা বাহিনীর ছয়টি টিম বাড়িটি ঘেরাও দেয়। মোজাফফরের পড়শি সাঈদুর জানান, বাড়ির মালিক মোজাফফর প্রায় একযুগ আগে বাড়িটি নির্মাণ করেন। আধাপাকা টিনশেডের বাড়িতে মোজাফফর স্ত্রী ও দুই মেয়ে নিয়ে থাকে। যশোর এমএম কলেজ পুরাতন ছাত্রাবাসের মসজিদে ইমামতি করেন। তার স্ত্রী রাজিয়া দর্জির কাজ করে। উল্লেখ্য, এ নিয়ে গত দু’সপ্তাহর ব্যবধানে যশোরে দু’টি জঙ্গী আস্তানার সন্ধান মিলল। এর আগে গত ৮ অক্টোবর রবিবার যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের একটি বাড়িতে জঙ্গী আস্তানার সন্ধান মেলে। রাত দুটা থেকে সেখানে অভিযান শুরু হয়। শ্বাসরুদ্ধকর এ অভিযান ‘মেল্টেড আইস’ শেষ হয় সোমবার বিকেল পাঁচটার দিকে। অভিযানে সন্দেহভাজন জঙ্গী হাফিজুর রহমান সাগর ওরফে মশিউর রহমানের স্ত্রী ও হলি আর্টিজান হামলার ‘অন্যতম হোতা’ নিহত মারজানের বোন খোদেজা আক্তার খাদিজা তিন সন্তান নিয়ে আত্মসমর্পণ করেন।
×