ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ধর্ষণ চেষ্টাকারীদের বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশিত: ০৫:৫১, ২৪ অক্টোবর ২০১৭

ধর্ষণ চেষ্টাকারীদের বিরুদ্ধে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ জেলার চুপড়িয়া গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের এক গৃহবধূর দু’পা গাছের সঙ্গে ও পিঠমোড়া দিয়ে দু’হাত বেঁধে নির্যাতন ও ধর্ষণ চেষ্টার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ধর্ষণ চেষ্টাকারীদের বিরুদ্ধে মামলা করায় এই পরিবারসহ ওই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনকে একঘরে করে রাখা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে সোমবার সকাল ১১টায় বাংলাদেশ দলিত পরিষদের উদ্যোগে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। বাংলাদেশ দলিত পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গৌর চন্দ্র দাসের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ প্রমুখ। বাঁশখালীতে বসতঘরে হামলা নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ২৩ অক্টোবর ॥ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউপির জঙ্গল গুনাগরী গ্রামে রাস্তার জায়গা দখলকে কেন্দ্র করে বসতঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার বিকেল ৫ টার দিকে সংঘটিত হামলার ঘটনায় ঘটনাস্থলে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে রাস্তা দখল নিয়ে এর পূর্বেও ওই বসতঘরে হামলার ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার। হামলার ঘটনায় কেউ হতাহত না হলেও বসতঘরের পাকা দেয়াল ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সিরাজদিখানে বিনামূল্যে চিকিৎসা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। উপজেলার খাসমহল বালুচর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বালুচর ফ্রেন্ডস এ্যাসোসিয়েশন ৯৫ ও স্বদেশ জেনারেল হাসপাতালের উদ্যোগে সোমবার এ চিকিৎসাসেবার আয়োজন করা হয়। এ সময় পাঁচ শতাধিক দুস্থ রোগীর মাঝে চিকিৎসাসেবা ও ফ্রি ওষুধ বিতরণ করা হয়েছে।
×