ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উত্তরা গণভবনের গাছ কর্তনে তদন্ত রিপোর্ট দাখিল

প্রকাশিত: ০৫:৫১, ২৪ অক্টোবর ২০১৭

উত্তরা গণভবনের গাছ কর্তনে তদন্ত রিপোর্ট দাখিল

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৩ অক্টোবর ॥ উত্তরা গণভবনের ভিতরে ঝড়ে পড়া এবং মরা গাছের নামে লাখ লাখ টাকার শত বছরের তাজা গাছ কাটার অভিযোগে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, উপসহকারী পকৌশলী, এসও এবং দুইজন চতুর্থ শ্রেণীর কর্মচারী এবং ঠিকাদারসহ ৬ জনকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়ী করে তদন্ত রিপোর্ট দাখিল করেছেন তদন্ত কমিটি। সোমবার বেলা সাড়ে তিনটার দিকে তদন্ত কমিটি এই রিপোর্ট জেলা প্রশাসক শাহিনা খাতুনের হাতে তুলে দেন। গত ১৭ অক্টোবর জেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধভাবে গণপূর্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারীর সহায়তায় ঠিকাদার কর্তৃক উত্তরা গণভবনের শতবর্ষী ১৫/২০টি গাছ কেটে নেয়ায় ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটিতে নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজ্জাকুল ইসলামকে প্রধান করে এবং নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অনিন্দ্য কুমারকে সদস্য সচিব এবং নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল ইসলাম, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আকতার বানু এবং র‌্যাবের ভারপ্রাপ্ত ক্যাম্প কর্মকর্তা শেখ আনোয়ার হোসেনকে সদস্য করে কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট দাখিলের নির্দেশ দেয়া হয়। সেই নির্দেশনা অনুযায়ী তদন্ত কমিটি সোমবার তাদের রিপোর্ট জেলা প্রশাসকের নিকট জমা দেন।
×