ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দুদকের মামলায় বগুড়ার আদালতে লতিফ সিদ্দিকী

প্রকাশিত: ০৫:৫০, ২৪ অক্টোবর ২০১৭

দুদকের মামলায় বগুড়ার আদালতে লতিফ সিদ্দিকী

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি দুর্নীতির মামলায় সোমবার বগুড়ায় আদালত চত্বরে যান সাবেক পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। আদালত চত্বরে যাওয়ার পর দুদুকের মামলায় তিনি হাজির হবেন কি-না সে বিষয়টি আদালত প্রাঙ্গণসহ নানান মহলে অলোচনার অন্যতম বিষয় হয়ে ওঠে। প্রায় দু’ঘণ্টা আদালত চত্বরে থাকার পর দুদুকের মামলায় তিনি হাজির না হয়ে ফিরে যান। আইনজীবীরা জানিয়েছেন, লতিফ সিদ্দিকী মামলায় হাজির হওয়ার জন্য আসেননি। তিনি এ সংক্রান্ত বিষয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনা ও খোঁজখবর নেয়ার জন্য এসেছিলেন। অপরদিকে আইনজীবীদের একাধিক সূত্র জানায়, লতিফ সিদ্দিকী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুদকের দায়ের করা মামলায় হাজির হয়ে জামিনের আবেদন করার জন্য এসেছিলেন। আইনজীবীদের সঙ্গে আলোচনার পর তিনি মত পরিবর্তন করে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির না হয়ে চলে যান। মন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যাবহার, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও অসদুদ্দেশ্যে আর্থিকভাবে লাভবান হতে পরস্পর যোগসাজশে বগুড়ার আদমদীঘি উপজেলায় জুট কর্পোরেশনের ২ দশমিক ৩৮ একর সরকারী জমি কম মূল্যে বিক্রি করার জন্য দুদুক ১৭ অক্টোবর তার বিরুদ্ধে মামলা দায়ের করে। আদমদীঘি থানায় দুর্নীতি প্রতিরোধ আইনে দায়ের করা এ মামালায় প্রধান অভিযুক্ত করা হয় লতিফ সিদ্দিকীকে। মামলার অপর অভিযুক্ত হলেন জমির ক্রেতা শহরের কালীতলা এলাকার জাহানারা রশিদ।
×