ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অতীশ দীপঙ্কর বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ

প্রকাশিত: ০৫:৪৯, ২৪ অক্টোবর ২০১৭

অতীশ দীপঙ্কর বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ

শুক্রবার উত্তরা স্থায়ী ক্যাম্পাসে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ফল ২০১৭ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এজিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মাওলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেক্সটাইল বিভগের এ্যাডভাইজর প্রফেসর ড. শেখ মোঃ মমিনুল আলম। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং-এর শিক্ষার্থীরা ও চ্যানেল আই এর ‘ক্ষুদে গান রাজ’ এর সংগীতশিল্পী ঐকোজিৎ (১ম রানার আপ) ও বন্যা।-বিজ্ঞপ্তি মাওলানা ভাসানী বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সেমিনার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ^বিদ্যালয়ে ক্রিমিনোলজি এ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের উদ্যোগে রবিবার ‘বাংলাদেশের সন্ত্রাসবাদ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ পুলিশের টেরোরিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম, বিপিএম (বার) ও পিপিএম (বার)। বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. এ.এস.এম সাইফুল্লাহ্ ও টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম, পিপিএম।-বিজ্ঞপ্তি
×