ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লৌহজংয়ে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

প্রকাশিত: ০৫:৪৮, ২৪ অক্টোবর ২০১৭

লৌহজংয়ে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজংয়ের মেদিনী ম-ল আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিদ্যালয়টির শিক্ষার্থীরা। সোমবার সকালে বিদ্যালয়ে সম্মুখের ঢাকা-মাওয়া মহাসড়কের ওপর এ মানববন্ধন করা হয়। পরে তারা রাস্তায় বসে মহাসড়ক অবরোধ করে রাখে। প্রায় পোনে এক ঘণ্টা ধরে এ মহাসড়ক অবরোধ করে রাখায় দু’প্রান্তে শত শত গাড়ি আটকা পড়ে। দেখা দেয় বিশাল যানজট। এ সময় বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা হামলাকারীদের আটকের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। তার লাঠিসোটা নিয়েও হামলাকারীদের প্রতি বিক্ষুব্ধতা প্রকাশ করে। সকাল সোয়া ১০টার দিকে লৌহজং থানার ওসি ও পদ্মা সেতুর নিরাপত্তায় নিয়োজিত সেনা সদস্যরা এসে এ হামলার বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা মহাসড়ক হতে অবরোধ তুলে নেয়। এর আগে রবিবার রাতে উপজেলা মেদিনী ম-ল ইউনিয়নের আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রবিউল ইসলাম রুবেলের ওপর হামলা করে তিনটি দাঁত ফেলে দেয় হামলাকারী সজিব সিকদার ও তার সঙ্গীরা। সজিব ওই বিদ্যালয়ে সদ্য প্রাক্তন ছাত্র। সে গত বছর এসএসসি পরীক্ষা দেয়। শিক্ষকের প্রতি ক্ষুব্ধ থাকায় এ হামলা হয়েছে বলে জানা যায়।
×