ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাল্যবিয়ে রোধে সভা

প্রকাশিত: ০৫:৪৫, ২৪ অক্টোবর ২০১৭

বাল্যবিয়ে রোধে সভা

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ২৩ অক্টোবর ॥ মাদক, যৌন হয়রানি ও বাল্যবিবাহ প্রতিরোধে স্কুল ছাত্রছাত্রীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ পর্যায়ক্রমে প্রতিটি বিদ্যালয়ে সচেতনতামূলক সভা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে চাম্বল উচ্চ বিদ্যালয় হল মিলনায়তনে স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয় । এতে উপস্থিত ছিলেন বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন, প্রধান শিক্ষক শফিকুর রহমান, সহকারী সিনিয়র শিক্ষক দিদারুল আলমসহ স্কুল শিক্ষক-শিক্ষিকাগণ। এ সময় ছাত্র-ছাত্রীদের উদ্দেশে ওসি বলেন, মাদকের ভয়াল থাবা যুব সমাজসহ ছাত্রছাত্রীদের মাঝে ছড়িয়ে পড়ছে। বইমেলা শুরু স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে শুরু হয়েছে সাত দিনব্যাপী বিভাগীয় বইমেলা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ও জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে এ বইমেলার আয়োজন করেছে রাজশাহী জেলা প্রশাসন। বাস্তবায়ন করছে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। সোমবার সকাল ১০টার দিকে রাজশাহী সরকারী কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ বইমেলা শুরু হয়। রাজশাহীর জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক নজরুল ইসলাম, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান প্রমুখ।
×