ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মেয়র নাছির

মহিউদ্দিন চৌধুরীর দলীয় সভা গঠনতন্ত্রের পরিপন্থী

প্রকাশিত: ০৫:৪২, ২৪ অক্টোবর ২০১৭

মহিউদ্দিন চৌধুরীর দলীয় সভা গঠনতন্ত্রের পরিপন্থী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) হোল্ডিং ট্যাক্সসহ নানা বিষয়ে দলীয় ব্যানারে আয়োজিত সভা থেকে আল্টিমেটাম প্রদান করায় সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর সমালোচনা করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, আমি মেয়র হলেও দলের মহানগর কমিটির সাধারণ সম্পাদক। সভাপতির পরামর্শক্রমে আমারই সভা ডাকার কথা। একক উদ্যোগে নগর আওয়ামী লীগের সভা আহ্বান করা গঠনতন্ত্রের পরিপন্থী কাজ। চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন এক বিবৃতিতে বলেন, আমি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সভাপতির সঙ্গে আলোচনা ও পরামর্শক্রমে নগর আওয়ামী লীগের সভা আহ্বান এবং দলীয় কার্যক্রম পরিচালনা করা আমারই দায়িত্ব। দলীয় সভাপতির বাসভবনে সম্প্রতি কয়েকটি বৈঠক ও সভার বিষয়ে আমি অবহিত নই। এ বিষয়ে আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে পত্রিকায় প্রকাশিত সংবাদের মাধ্যমে। এ সকল সভায় পৌরকর নিয়ে দল ও সরকারকে বিব্রত করা হচ্ছে মর্মে যে বক্তব্য দেয়া হয়েছে তা কোনক্রমেই গ্রহণযোগ্য নয়। বরং সংগঠনের সাধারণ সম্পাদক ও কার্যকরী কমিটির অনেককে অবহিত না করে সভায় যে সকল আলোচনা করা হয়েছে তা বিভ্রান্তিমূলক ও সঠিক নয়। মেয়র বলেন, হোল্ডিং ট্যাক্স সম্পর্কে ইতোমধ্যে আমি বিভিন্ন সংবাদ ও সভার মাধ্যমে আমার অবস্থান তুলে ধরেছি। এ বিষয়ে সাবেক মেয়র নিশ্চয়ই অবহিত আছেন। সিটি কর্পোরেশন রাষ্ট্রের বিধিবদ্ধ আইন দ্বারা পরিচালিত এবং সরকার কর্পোরেশনের সামগ্রিক কার্যক্রম তত্ত্বাবধান করে। প্রতি ৫ বছর পর পর হোল্ডিং ট্যাক্স পুনর্মূল্যায়ন করা হয়ে থাকে।
×