ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চসিকের তত্ত্বাবধানে ৪০ তীর্থযাত্রীর ভারত যাত্রা

প্রকাশিত: ০৫:৩৪, ২৪ অক্টোবর ২০১৭

চসিকের তত্ত্বাবধানে ৪০ তীর্থযাত্রীর ভারত যাত্রা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) তত্ত্বাবধানে সোমবার ভারতের উদ্দেশে যাত্রা করেছেন ৪০ তীর্থযাত্রী। তারা ভারতের বিভিন্ন তীর্থস্থান পরিদর্শন করবেন। চসিকের উদ্যোগে আগামী ২ ডিসেম্বর আরও একটি তীর্থযাত্রী দল যাত্রা করবে। চসিক জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, সোমবার দুপুরে নগর ভবনের বঙ্গবন্ধু চত্বর থেকে দলটি ভারতের উদ্দেশে রওয়ানা হন। সেখানে তাদের শুভেচ্ছা জানান কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন। এ সময় উপস্থিত ছিলেন তীর্থ দর্শন পরিচালনা কমিটির আহ্বায়ক ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, তীর্থ পরিচালনা পরিষদের সদস্য সচিব লায়ন আশিষ কুমার ভট্টাচার্য এবং কর্মকর্তারা। উল্লেখ্য, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে প্রতিবছরই ভারতে যায় তীর্থযাত্রী দল।
×