ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নির্মাতা রাম মুখার্জীর শেষকৃত্য সম্পন্ন

প্রকাশিত: ০৫:৩২, ২৪ অক্টোবর ২০১৭

নির্মাতা রাম মুখার্জীর শেষকৃত্য সম্পন্ন

সংস্কৃতি ডেস্ক ॥ বলিউডের চলচ্চিত্র পরিচালক, প্রযোজক রাম মুখার্জীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। রবিবার দুপুরে তার শেষকৃত্য সম্পন্ন হয়। ওইদিন ভোর ৫টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন রাম মুখার্জী। তার বয়স হয়েছিল ৮৪ বছর। তার স্ত্রী কৃষ্ণা মুখার্জী বলেন, কয়েক দিন ধরেই উচ্চরক্তচাপ জনিত সমস্যার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার ভোর ৫টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ১৯৬০ সালে রাম মুখার্জীর ‘হাম হিন্দুস্থানি’ চলচ্চিত্রটি জনপ্রিয়তা পায়। এতে অভিনয় করেন সুনীল দত্ত, জয় মুখার্জী ও আশা পারেখ। ১৯৬৪ সালে দিলীপ কুমার বৈজয়ন্তীমালা অভিনীত ‘লিডার’ পরিচালনা ও চিত্রনাট্য রচনা করেন। এছাড়া বাংলা চলচ্চিত্র ‘রক্তলেখা’ ও ‘রক্ত নদীর ধারা’ পরিচালনা করেন। প্রসেনজিতের বিপরীতে রানীর অভিষেক বাংলা চলচ্চিত্র ‘বিয়ের ফুল’ পরিচালনা ও প্রযোজনা করেন রাম মুখার্জী। রানীর প্রথম বলিউডের ‘রাজা কি আয়েগি বরাত’ প্রযোজনা করেন তিনি।
×