ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নারায়ণগঞ্জে দেয়াল ধসে একই পরিবারের তিন শিশুসহ নিহত চার

প্রকাশিত: ০৫:৩২, ২৪ অক্টোবর ২০১৭

নারায়ণগঞ্জে দেয়াল ধসে একই পরিবারের তিন শিশুসহ নিহত চার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সদর উপজেলার ফতুল্লার পাগলার শান্তি নিবাস এলাকায় পুরনো একটি বাড়ি ভাঙ্গার সময় দেয়াল ধসে একই পরিবারের তিন শিশুসহ চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়। নিহতরা হলোÑ সাইফুল ইসলামের শিশুকন্যা লামিয়া (১২), লাবনী (৮), লিমা (৩) ও একই এলাকায় বাসিন্দা মোস্তফা (৩০)। আহত সাহেদ ও ইউসুফকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা ১১টায়। নিহত লামিয়া স্থানীয় একটি ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বলে তার পিতা সাইফুল ইসলাম জানান। তারা এখানে জসিম উদ্দিনের কলোনিতে ভাড়া থাকে। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলায়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার বেলা ১১টায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লা থানার পাগলা শান্তি নিবাস এলাকায় চান মিয়া তার বাড়ির পুরাতন ভবন ভেঙ্গে নতুন ভবন নির্মাণের জন্য দেয়াল ভাঙ্গার কাজ করছে। এ সময় দেয়ালের পাশেই তিন বোন লামিয়া, লাবনী ও লিমা খেলা করছিল। এছাড়াও এখানে কয়েক বাসিন্দাও অবস্থান করছিল। এ সময় আকস্মিকভাবে দেয়ালের একটি অংশ ধসে পড়লে দেয়ালচাপায় ঘটনাস্থলেই তিন বোন নিহত হয়। এ সময় গুরুতর আহত হয় স্থানীয় বাসিন্দা মোস্তফা, সাহেদ ও ইউসুফ। তাদের উদ্ধার করে স্থানীয় লোকজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় ডাক্তার মোস্তফাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার পর এলাকায় লোকজন লাশ দেখতে ছুটে আসে। নিহত তিন শিশুর মা-বাবাসহ আত্মীয়স্বজনরা এ সময় কান্নায় ভেঙ্গে পড়েন। তাদের কান্নায় আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে। কলোনির মালিক জসিম উদ্দিন জানান, দেয়াল ভাঙ্গার বিষয়ে বাড়ির মালিক চান মিয়াকে বহুবার সতর্ক করা হয়েছিল যেন খোলা অবস্থায় কাজ করা না হয়। এলাকাবাসীর পক্ষ থেকে তাকে বারবার বলা হয়েছিল যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। প্রতিরোধ ব্যবস্থা নিয়ে যেন কাজ করা হয়। কিন্তু তিনি এলাকাবাসীর বাধা শোনেননি। এলাকাবাসী এ দুর্ঘটনার জন্য বাড়ির মালিক চান মিয়া ও ঠিকাদার ইসমাইল হোসেনকে দায়ী করে তাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ফতুল্লা মডেল থানার ওসি কামালউদ্দিন জানান, দেয়ালচাপায় তিন শিশুসহ চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছে। দুর্ঘটনার পর থেকে বাড়ির মালিক চান মিয়া এবং ঠিকাদার ইসমাইল হোসেন পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহত তিন শিশুর লাশ দাফনের জন্য তার স্বজনরা গ্রামের বাড়িতে নিয়ে যাবেন।
×