ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হেডফোনে ধ্বনির তারতম্য আস্বাদ

প্রকাশিত: ০৫:১৬, ২৪ অক্টোবর ২০১৭

হেডফোনে ধ্বনির তারতম্য আস্বাদ

জাপানের হেডফোন-মাইক্রোফোন নির্মাতা প্রতিষ্ঠান অডিও-টেকনিকা বাজারে নতুন একটি হেডফোন আনছে, যার মূল্য প্রায় দুই লাখ টাকা। এটির নাম দেয়া হয়েছে ‘এটিএইচ-এডিএক্স৫০০০’। এটি রাখার জন্যই বানানো হয়েছে আলাদা একটি লাগেজ। আর লাগেজসহ হেডফোন কিনতে চাইলে ক্রেতাকে গুনতে হবে এক হাজার নয় শ’ ৯৯ ডলার। নতুন পণ্যটিকে অডিও-টেকনিকা কতটা গুরুত্ব দিচ্ছে, সেটা বুঝতে চাইলে জেনে নিন আরেকটি তথ্য। এই প্রতিষ্ঠানের এর আগের সবচেয়ে দামী হেডফোনটির মূল্যও এক হাজার দুই শ’ ডলার। সিরিজের হেডফোনগুলো ‘অডিওফাইল’দের জন্য। যারা প্রতিটি শব্দের, প্রতিটি ধ্বনির তারতম্যও আস্বাদ করতে চায়, এমন শ্রোতার জন্যই বানানো হয় হেডফোনগুলো। এই সিরিজেরই নবীনতম সদস্য এই এক্স৫০০০। নতুন হেডফোনে থাকবে ৫৮ মিমি টাংস্টেন কোটেড ড্রাইভ। টেকসই গঠনকে আরও স্থায়িত্ব দিতে হেডফোনটি ঢেকে দেয়া হবে আলকাতরার প্রলেপ দিয়ে। বার্লিনের প্রযুক্তি সম্মেলনে সম্প্রতি এর উদ্বোধন করা হয়েছে। তবে বাজারে আসেনি এখনও। সেই অপেক্ষা ফুরোচ্ছে। আগামী নবেম্বরে ছাড়া হবে এই হেডফোন। -ওয়েবসাইট
×