ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডেমরায় গ্যাস লিকেজ থেকে ফ্ল্যাটে আগুন ॥ দগ্ধ ৮

প্রকাশিত: ০৫:১৪, ২৪ অক্টোবর ২০১৭

ডেমরায় গ্যাস লিকেজ থেকে ফ্ল্যাটে আগুন ॥ দগ্ধ ৮

স্টাফ রিপোর্টার ॥ রাজধানী ডেমরার কোনাপাড়ার একটি বাড়ির ফ্ল্যাটে গ্যাস লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের সাতজনসহ আটজন দগ্ধ হয়েছে। রবিবার রাত সাড়ে তিনটার দিকে ডেমরার ডগাইর এলাকার আল আমিন রোডের ইমতোহান ভিলা নামের দোতলা বাড়ির দ্বিতীয় তলায় ঘটনাটি ঘটে। দগ্ধরা হচ্ছেন ফ্ল্যাটের ভাড়াটিয়া আলমগীর (৪৫), তার স্ত্রী ফেরদৌসী (৩৫), এদের তিন সন্তান-ইমন (১৫), শিপন (১২) ও তাসিন (২)। আলমগীরের ভাতিজা তোফায়েল (২৪) ও তার স্ত্রী রত্না (১৮) এবং ফ্ল্যাটে সাবলেট হিসেবে বসবাস করা আরিফ (৩৪)। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান, দগ্ধরা প্রাথমিকভাবে আশঙ্কামুক্ত। দগ্ধদের বরাত দিয়ে ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস জনকণ্ঠকে জানান, গভীর রাতে আচমকা বিকট শব্দে বিস্ফোরণের পর ফ্ল্যাটে আগুন লেগে যায়। এ সময় ফ্ল্যাটের বাসিন্দারা ঘুমাচ্ছিল। আগুনে তারা দগ্ধ হয়। আহতদের চিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধার করে সোমবার ভোর পাঁচটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে। রাতে ঘুম থেকে বাসার কেউ একজন উঠে বৈদ্যুতিক বাতি জ্বালায়। বাতি জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে পুরো ঘরে আগুন লেগে যায়। বিকট শব্দে বাসার দরজা-জানালা ভেঙ্গে পড়ে। ঘরে থাকা সবার শরীরে মুহূর্তেই আগুন ধরে যায়। বাড়ির বাসিন্দা ও আশপাশের ভাড়াটিয়ার বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা বলছেন, বাড়ির গ্যাসের চুলায় লিকেজ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
×