ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএনপি ক্ষমতার জন্য কারও কাছে দয়া ভিক্ষা করে না ॥ মির্জা ফখরুল

প্রকাশিত: ০৫:১৩, ২৪ অক্টোবর ২০১৭

বিএনপি ক্ষমতার জন্য কারও কাছে দয়া ভিক্ষা করে না ॥  মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ আমরা বিশ্বের কাছে বলতে চাই যে বাংলাদেশে গণতন্ত্র নেই। কিন্তু কাউকেই বলিনি যে, আমাদের ক্ষমতায় বসিয়ে দিন। বিএনপি ক্ষমতার জন্য বিশ্বের কারও কাছে দয়া ভিক্ষা করে না। এ কথা বিশ্বাস করি না যে, কেউ এসে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করে দিয়ে যাবে। আমাদের দুঃসময় চলছে, রোহিঙ্গা সমস্যা নিয়ে আন্তর্জাতিক চক্রান্ত চলছে বাংলাদেশকে ফিলিস্তিন রাষ্ট্রে পরিণত করার। ব্যাটল ফিল্ড হিসেবে ব্যবহার করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে অলি আহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী এবং চাষী নজরুল ইসলামের ৭৬তম জন্মদন উপলক্ষে গণসংস্কৃতি দল আয়োজিত স্মরণসভায় মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। এ সময় তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের গ্রেফতারি পরোয়ানার নিন্দা জানিয়ে বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য বিএনপি নেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে এই পরোয়ানা দেয়া হয়েছে। তিনি বলেন, বিশ্বের কাছে বলতে চাই, বাংলাদেশে এখন গণতন্ত্র নাই। গণতন্ত্রের মুখোশ পরে, গণতন্ত্রের লেবাস পরে যারা আন্তর্জাতিক বিশ্বে গণতন্ত্রের কথা বলছে, তারা মিথ্যা কথা বলছে। তারা আন্তর্জাতিক বিশ্বকে বিভ্রান্ত করছে। সেই কারণে আমরা বাইরে থেকে কেউ আসলে তার সঙ্গে দেখা করি। এই কথাটাই আমরা তাদের স্পষ্ট করে বলতে চাই যে বাংলাদেশে গণতন্ত্র নেই। বিএনপি মহাসচিব অনুষ্ঠানে আরও বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে ১৫ মামলা, সারাদেশে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। আওয়ামী লীগের মন্ত্রীরা বলেছেন যে আদালতের কাজ আদালত করছে। আওয়ামী লীগ আদালতকে নিয়ন্ত্রণের জন্যই তো প্রধান বিচারপতিকে ছুটিতে পাঠাতে বাধ্য করেছেন। আওয়ামী লীগের উদ্দেশে বলেন, কোনটা বাদ রেখেছেন? সব প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণে নিয়েছেন। অনুষ্ঠানে বক্তৃতকালে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাঃ জাফরুল্লাহ চৌধুরী বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বাংলাদেশে এসে বললেন, মিয়ানমারের নাগরিকদের তাদের দেশে ফিরে যেতে হবে। তিনি তো একবারও বললেন না যে মিয়ানমার অন্যায় করছে। অথচ বাংলাদেশ পাশে না থাকলে ভারত খ-বিখ- হয়ে যেত। ভারতীয়দের বড় বৈশিষ্ট্য হলো, তারা যেখানেই যান, ভারতীয় থাকেন। বাংলাদেশীরা বাইরে কোথাও গেলে আন্তর্জাতিক হয়ে যায়।’ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, ঢাকা জেলা সভাপতি দেওয়ান মোঃ সালাহউদ্দিন, পিডিপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেলিম, ডিএলর সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, প্রয়াত চাষী নজরুল ইসলামের স্ত্রী জ্যোস্না কাজী ও প্রয়াত অলি আহাদের মেয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বক্তব্য দেন। বুধবার বিএনপির প্রতিবাদ সভা ॥ এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসাচিব তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে আগামীকাল বুধবার সারাদেশে প্রতিবাদ সভার কর্মসূচী দিয়েছে বিএনপি। সোমবার নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচী ঘোষণা করেন। তিনি জানান, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে ২৫ অক্টোবর বুধবার, ঢাকা মহানগরসহ সারাদেশে জেলা ও মহানগরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।
×