ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভুয়া পরিচয় দেয়ায় বার কাউন্সিল বহিষ্কার করল

প্রকাশিত: ০৫:১১, ২৪ অক্টোবর ২০১৭

ভুয়া পরিচয় দেয়ায় বার কাউন্সিল বহিষ্কার করল

স্টাফ রিপোর্টার ॥ উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে সুপ্রীমকোর্টের ফুলকোর্ট সভা বুধবার অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সোমবার সুপ্রীমকোর্টের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এদিকে ব্যারিস্টার ও সুপ্রীমকোর্টের আইনজীবী না হয়েও এসব পরিচয় দিয়ে বিভিন্ন টকশোতে অংশ নেয়া ঢাকা আইনজীবী সমিতির সদস্য পারভেজ আহমেদকে পেশাগত অসদাচরণের দায়ে আইন পেশা থেকে স্থায়ীভাবে অপসারণ করেছে বাংলাদেশ বার কাউন্সিল। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে পল্টন থানায় করা নাশকতার এক মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। সুপ্রীমকোর্টের আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতির নিয়ে ফুলকোর্ট সভা বুধবার। এ বিষয়ে সোমবার সুপ্রীমকোর্টের ওয়েসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) সোহাগ রঞ্জন পাল স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, আগামী ২৫ অক্টোবর বুধবার বিকেল ৪টা ১০ ঘটিকায় সুপ্রীমকোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে কোর্টের জাজেস লাউঞ্জে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে। গত ২ অক্টোবর বিচারপতি মোঃ আব্দুল ওয়াহ্হাব মিঞা প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর এটি তৃতীয় ফুলকোর্ট সভা। এর আগে ১৬ অক্টোবর ও ৩ অক্টোবর ফুলকোর্ট সভা করেন তিনি। সভায় সভাপতিত্ব করবেন দায়িত্বরত প্রধান বিচারপতি মোঃ আবদুল ওয়াহ্হাব মিঞা। পারভেজকে আইন পেশা থেকে স্থায়ীভাবে অপসারণ ॥ ব্যারিস্টার ও সুপ্রীমকোর্টের আইনজীবী না হয়েও এসব পরিচয় দিয়ে বিভিন্ন টকশোতে অংশ নেয়া ঢাকা আইনজীবী সমিতির সদস্য পারভেজ আহমেদকে পেশাগত অসদাচরণের দায়ে আইন পেশা থেকে স্থায়ীভাবে অপসারণ করেছে বাংলাদেশ বার কাউন্সিল। বাংলাদেশ বার কাউন্সিল ট্রাইব্যুনালের বেঞ্চ অফিসার কামনাশীষ রায় সোমবার এ তথ্য জানান। বার কাউন্সিল জানিয়েছে, সুপ্রীমকোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন পারভেজ আহমেদের বিরুদ্ধে অভিযোগ করেন। তার অভিযোগ ছিল, পারভেজ আহমেদ নিজেকে ব্যারিস্টার ও সুপ্রীমকোর্টের আইনজীবীর মিথ্যা পরিচয় দিয়ে দেশের বিভিন্ন টিভি চ্যানেলে টকশোতে অংশ নিয়ে জনসাধরণকে প্রতারিত করছেন। ৭১ টিভি, ইটিভি, জিটিভি, আরটিভি এবং দ্বীপ্ত টিভির টকশোতে অংশ নিচ্ছেন তিনি। পারভেজ ভুয়া পরিচয়ে টকশোতে অংশ নিয়ে পেশাগত অসদাচরণ করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। মির্জা ফখরুলের নাশকতার এক মামলা স্থগিত ॥ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে পল্টন থানায় করা নাশকতার এক মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। মামলা বাতিলের জন্য করা এক আবেদনের প্রেক্ষিতে সোমবার বিচারপতি মোঃ মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।
×