ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টটেনহ্যামে বিধ্বস্ত লিভারপুল

প্রকাশিত: ০৪:১৯, ২৪ অক্টোবর ২০১৭

টটেনহ্যামে বিধ্বস্ত লিভারপুল

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগে জয়ে ফিরেছে আর্সেনাল। ওয়াটফোর্ডের কাছে হারের পর রবিবার গানাররা বড় ব্যবধানে হারিয়েছে এভারটনকে। আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা এদিন ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে এভারটনকে। দিনের অন্য ম্যাচে বড় হারের লজ্জা পেয়েছে লিভারপুল। নিজেদের মাঠে টটেনহ্যাম হটস্পার এদিন ৪-১ গোলে পরাজিত করে অলরেডদের। চলতি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত খেলছে টটেনহ্যাম হটস্পার। আরও সুস্পষ্ট করে স্পার্শদের উড়াচ্ছেন হ্যারি কেন। ইংলিশ ফুটবলের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে এদিনও জোড়া গোল করেছেন তিনি। দুই অর্ধের শুরুতেই গোল করে দলকে উজ্জীবিত করার কাজটা সেরে নেন এই ইংলিশ স্ট্রাইকার। বাকি দুটি গোল করেছেন সং হেয়াং-মিন ও ডেলে আলি। ওয়েম্বলিতে রেকর্ড ৮০,৮২৭ জন দর্শকের উপস্থিতিতে লিভারপুলের হয়ে একমাত্র গোলটি করেন মোহামেদ সালাহ। দর্শক সারিতে উপস্থিত থেকে রোমাঞ্চকর এই ম্যাচ উপভোগ করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাও। এই জয়ের ফলে ৯ ম্যাচ থেকে টটেনহ্যামের সংগ্রহ ২০ পয়েন্ট। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সমান পয়েন্ট নিয়ে অবস্থান লীগ টেবিলের তিনে। এই দুই ক্লাবের চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষস্থানটি যথারীতি ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। সমান সংখ্যক ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে নবম স্থানে নেমে গেছে লিভারপুল। শেষ ৬টি লীগ ম্যাচে মাত্র একটিতে জয়ী হয়েছে অল রেডরা। গত মাসের শুরুতে সিটির কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হবার পরে এই নিয়ে প্রিমিয়ার লীগে দ্বিতীয় বড় পরাজয়ের মুখ দেখল জার্গেন ক্লপের দল। অথচ মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে মারিবোরকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল এই লিভারপুল। রক্ষণভাগে ডেয়ান লোভরেনের হতাশাজনক পারফরমেন্সের কারণে মাত্র ৩১ মিনিটেই তাকে মাঠ থেকে উঠিয়ে নেন ক্লপ। ১৯৯২ সালে প্রিমিয়ার লীগ প্রবর্তিত হওয়ার পর ষষ্ঠ ক্লাব হিসেবে ১ হাজার গোল হজম করল লিভারপুল। ইতোমধ্যেই লীগ কাপ থেকে বিদায় নেয়া লিভারপুলের চ্যাম্পিয়নস লীগে শেষ ষোলোতে যাওয়াও অনিশ্চিত। এর ফলে মাত্র দুই বছরের মধ্যে এ্যানফিল্ডে ক্লপের ভবিষ্যত নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে তার প্রতিপক্ষের কোচ মরিসিও পোচেত্তিনো দুর্দান্ত গতিতে ছুটছেন। গত সপ্তাহে রিয়াল মাদ্রিদের সঙ্গেও ১-১ গোলে ড্র করে। দিনের অন্য ম্যাচে এক গোলে পিছিয়ে থেকেও গুডিসন পার্কে এভারটনের বিপক্ষে ৫-২ গোলের বড় জয় পেয়েছে আর্সেনাল। এই পরাজয়ে লীগ টেবিলের তলানিতে নেমে গেছে ওয়েইন রুনির ক্লাব। অথচ ১২ মিনিটেই স্বাগতিকদের জন্য উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার রুনি। প্রায় ১৫ বছর আগে এ ভেন্যুতেই, এই আর্সেনালের বিপক্ষে ম্যাচেই ১৬ বছর বয়সে ঠিক একই ধরনের একটি গোল করে ফুটবল বিশ^কে নিজের জাত চিনিয়েছিলেন। যদিও এক গোলে পিছিয়ে থেকে আর্সেনাল কখনই ম্যাচের গতি মন্থর করেনি। প্রথমার্ধেই তারা এভারটনের পোস্টে ১৭টি শট নেয়। তবে প্রথম গোলের দেখা পেতে তাদের অপেক্ষা করতে হয় ম্যাচের ৪০ মিনিট পর্যন্ত। নাচো মনরিয়াল আর্সেনালের পক্ষে সমতা আনেন। বিরতির পরও গানারদের চাপ অব্যাহত ছিল। ৫৩ মিনিটে এ্যালেক্সিস সানচেজের সহায়তায় মেসুত ওজিল প্রথমবারের মতো আর্সেনালকে এগিয়ে দেন। ৬৮ মিনিটে এভারটনের ২৮ বছর বয়সী সেনেগালের মিডফিল্ডার ইদ্রিসা গায়ে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। সেই সুযোগে ৭৪ মিনিটে আলেক্সান্দ্রে লাকাজেত্তে দ্বিগুণ করেন ব্যবধান। ম্যাচের শেষ মিনিটে এ্যারন রামসে ও ইনজুরি সময়ে সানচেজ আরও দুই গোল করলে বড় ব্যবধানের জয় পায় আর্সেনাল।
×