ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গোল পাননি সুপারস্টার রোনাল্ডো, তবু আস্থা রাখছেন কোচ জিদান, রিয়াল মাদ্রিদ ৩-০ এইবার, সেল্টা ভিগো ০-১ এ্যাটলেটিকো মাদ্রিদ

রিয়াল মাদ্রিদের সহজ জয়

প্রকাশিত: ০৪:১৮, ২৪ অক্টোবর ২০১৭

রিয়াল মাদ্রিদের সহজ জয়

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ লা লিগায় সহজ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। আসরের বর্তমান চ্যাম্পিয়নরা রবিবার রাতে ৩-০ গোলে হারিয়েছে এইবারকে। সান্টিয়াগো বার্নাব্যুতে স্বাগতিকরা প্রথম গোলটি পায় আত্মঘাতীর সৌজন্যে। পরের গোল দু’টি করেন মার্কো এ্যাসেনসিও ও মার্সেলো। এই ম্যাচে গোল পাননি সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও করিম বেঞ্জামা। তবু ম্যাচ শেষে এ দু’জনের পক্ষে সাফাই গেয়েছেন রিয়াল কোচ জিনেদিন জিদান। আরেক ম্যাচে এ্যাটলেটিকো মাদ্রিদ কোনরকমে ১-০ গোলে হারিয়েছে সেল্টা ভিগোকে। এই জয়েও পয়েন্ট তালিকায় দুই নম্বরে ফিরতে পারেনি রিয়াল। নয় ম্যাচ শেষে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। তাদের নগর প্রতিদ্বন্দ্বী এ্যাটলেটিকো চতুর্থ স্থানে। তাদের সংগ্রহ ১৯ পয়েন্ট। আর ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানের দখল নিয়েছে ভ্যালেন্সিয়া। শীর্ষে থাকা বার্সিলোনার সংগ্রহ ২৫ পয়েন্ট। ঘরের মাঠে ম্যাচ শুরুর পরপরই গোলের দেখা পেয়ে যেতে পারত রিয়াল। কিন্তু ডান দিক থেকে মার্কো এ্যাসেনসিওর পাস থেকে ফাঁকায় বল পেয়েও সেটা জালে জড়াতে পারেননি ইস্কো। তবে গোলের দেখা পেতে খুব বেশিক্ষণ অপেক্ষাও করতে হয়নি রিয়ালকে। প্রথম গোলটি তারা অবশ্য পেয়েছে প্রতিপক্ষের ভুলে। ১৮ মিনিটে এ্যাসেনসিওর ক্রসে হেড করতে লাফিয়ে উঠেছিলেন সার্জিও রামোস। কিন্তু বল ক্লিয়ার করতে গিয়ে হেড করে নিজেদের জালেই বল জড়িয়ে দেন পাউলো অলিভিয়েরা। রিয়ালের পরের গোলটিও আসে প্রতিপক্ষের ভুলে। ২৮ মিনিটে ইস্কোর ক্রস থেকে পাওয়া বলে এ্যাসেনসিওর নেওয়া ভলিটা সহজেই ধরতে পারতেন এইবারের গোলরক্ষক। কিন্তু বল ধরতে গিয়ে গোলমাল পাকিয়ে ফেলেন সার্বিয়ান গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচ। সেটা জড়িয়ে যায় জালে। ২-০ ব্যবধানে প্রথমার্ধ শেষ করেই জয়ের কাজটা অনেকখানি এগিয়ে রেখেছিল রিয়াল। এরপর ৮২ মিনিটে রিয়ালের পক্ষে ম্যাচের শেষ গোলটি করেন মার্সেলো। এই ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি রোনাল্ডো। গত রাতেই হয়ত তার হাতে উঠেছে ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। কিন্তু ট্রফি নিতে যাওয়ার আগে মাঠে অনুজ্জ্বলই থাকতে হয়েছে সি আর সেভেনকে। মোটকথা এবার লা লীগায় সময়টা একেবারেই ভালো যাচ্ছে না পর্তুগীজ তারকার। এর আগে মেসির সঙ্গে পাল্লা দিয়ে সমানতালে চলেছেন তিনি। কিন্তু এবার সবকিছুই কেমন যেন ম্রিয়মাণ মনে হচ্ছে। চলতি মৌসুমে এখন পর্যন্ত মেসি ১৫ গোল করে ফেললেও রোনাল্ডো নয় ম্যাচে গোল করেছেন মাত্র ৭টি। লীগে গোল মাত্র একটি। টানা ব্যর্থতার পরও রোনাল্ডোর ওপর আস্থা হারাচ্ছেন না রিয়াল কোচ জিনেদিন জিদান। তার চোখে রোনাল্ডোই ‘দ্য বেস্ট’। ম্যাচ শেষে রোনাল্ডোর ফর্ম নিয়ে জিদান বলেন, রোনাল্ডো এখনও অনেক ব্যবধানে এগিয়ে থেকেই সেরা। বহুবার সে দেখিয়েছে, বড় ম্যাচ এলেই তার সেরাটা বেরিয়ে আসে। সব পুরস্কারই তার প্রাপ্য, কারণ সে সব সময়ই সেরা হতে চায় আর সে-ই সেরা। রোনাল্ডোর মতো বেঞ্জামাকেও ঠিক খুঁজে পাওয়া যাচ্ছে না। এসব বিষয় ভাবাচ্ছে রিয়াল সমর্থকদের। সাবেক ইংলিশ ফুটবলার ও টিভি বিশেষজ্ঞ গ্যারি লিনেকার তো বেঞ্জামাকে মনে করেন ‘সাধারণ মানে’র। তার মতে, ফরাসী ফরোয়ার্ডকে ফুলিয়ে-ফাঁপিয়ে তারকা ফুটবলার বানানো হয়েছে। এই সময়ে বেঞ্জামার পাশে আছেন জিদান। তিনি বলেন, সে (লিনেকার) যা ভাবে, তা বলতেই পারে। সে তো টেলিভিশনে কথা বলে। কিন্তু আমাকে যদি বলেন, করিম গড়পড়তা, আমি একমত হব না। মাঠে আমি তার খেলা উপভোগ করি। দলের বাকি সবার সঙ্গে যারা একই ছন্দে খেলে, তাদের আমি পছন্দ করি। বেঞ্জামা মৌসুমে ৬০ গোল করবে না, কিন্তু সে ২০-৩০ গোল করবে এবং আরও ২০-৩০ গোলে সহায়তা করবে। এমন করতে সবাই পারে না।
×