ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিপিএলের টাইটেল স্পন্সর আবুল খায়ের স্টিল

প্রকাশিত: ০৪:১৮, ২৪ অক্টোবর ২০১৭

বিপিএলের টাইটেল স্পন্সর আবুল খায়ের স্টিল

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি২০ ক্রিকেট আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) পঞ্চম আসরে টাইটেল স্পন্সর হয়েছে আবুল খায়ের স্টিল (একেএস)। সে কারণে এবার বিপিএলের অফিসিয়াল নাম হবে একেএস বিপিএল ২০১৭, পাওয়ার্ড বাই শাহ সিমেন্ট। উল্লেখ্য, গত বছরও এই প্রতিষ্ঠানই টাইটেল স্পন্সর হয়েছিল বিপিএলের। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার সংবাদ সম্মেলনে টাইটেল স্পন্সর ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন, আবুল খায়ের গ্রুপের ডিরেক্টর-ব্র্যান্ড মার্কেটিং নওশাদ করিম চৌধুরী, মাত্রার পক্ষ থেকে ম্যানেজিং পার্টনার সানাউল আরেফিন, কে স্পোর্টসের সিইও ফাহাদ এমএ করিম, শাহ সিমেন্টের ব্র্যান্ড একটিভেশন অফিসার ফারিয়া চৌধুরীসহ অনেকে। আগামী ৪ নবেম্বর থেকে শুরু হবে বিপিএলের পঞ্চম আসর। এবারের আসরে প্রথমবারের মতো ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি আয়োজক ভেন্যু হিসেবে থাকবে সিলেট। সেখানেই উদ্বোধনী অনুষ্ঠানসহ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম ৮টি ম্যাচ। উদ্বোধনী ম্যাচে নবাগত স্বাগতিক সিলেট সিক্সার্স খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে। প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রাজশাহী কিংস ও রংপুর রাইডার্স। এবারের আসরে অংশগ্রহণকারী ৭ দলের মধ্যে বাকি দলগুলো হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চিটাগং ভাইকিংস ও খুলনা টাইটান্স।
×