ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুই হাজার রোহিঙ্গা পরিবারকে ত্রাণ বিতরণ

প্রকাশিত: ০৪:০৬, ২৪ অক্টোবর ২০১৭

দুই হাজার রোহিঙ্গা পরিবারকে ত্রাণ বিতরণ

বেসরকারী উন্নয়ন সংস্থা ‘ঘরণী’র উদ্যোগে ‘হিউম্যান নেসেসিটি ফাউন্ডেশন-ওয়ার্ল্ডওয়াইড’-এর অনুদানে সম্প্রতি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী দুই হাজার পরিবারের মধ্যে জরুরী ত্রাণ বিতরণ করা হয়। এনজিও বিষয়ক ব্যুরো, প্রধানমন্ত্রীর কার্যালয়ের তালিকা অনুযায়ী প্রত্যেক শরণার্থী পরিবারকে লুঙ্গি, থামি, কম্বল, মশারি, মাদুর, প্লেট, গ্লাস, বাটিসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ঘরণীর নির্বাহী পরিচালক রওশন আরা রেখা, উপদেষ্টা মুহাম্মদ আবদুল হামিদ, এইচ এন এফ-এর প্রতিনিধি রেজাউল করিম, উম্মে নাইরী খালেদসহ স্বেচ্ছাসেবকরা। -বিজ্ঞপ্তি উত্তরায় রাজউকের অভিযান স্টাফ রিপোর্টার ॥ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জোন-২-এর অধীনে উত্তরা মডেল টাউনের ১১ ও ১৩ নং সেক্টরের সোনারগাঁও-জনপথ রোডে অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। সোমবার সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তারের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে ১১ নং সেক্টরের ৬০, ৬২, ৭৪, ৮০, ৮২, ৮৪ নং এবং ১৩ নং সেক্টরের ৪৩, ৪৫ ও ৪৭ নং প্লটে অবৈধভাবে পরিচালিত ২৫ কাঁচা ও আধা পাকা ফার্নিচারের দোকান, খাবারের হোটেল, গ্লাসের দোকানসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ কার্যক্রমে রাজউকের, জোন-২ (উত্তরা, টঙ্গী, গাজীপুর)-এর পরিচালক আনন্দ কুমার বিশ্বাস, অথরাইজড অফিসার আশরাফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
×