ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শাহজালালে ৯ সোনার বারসহ যাত্রী আটক

প্রকাশিত: ০৪:০৬, ২৪ অক্টোবর ২০১৭

শাহজালালে ৯ সোনার বারসহ যাত্রী আটক

স্টাফ রিপোর্টার ॥ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া ফেরত এক যাত্রীকে ৯ সোনার বারসহ আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আটক সোনার মূল্য ১৫ লাখ টাকা। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ওই যাত্রী বিজি ০৮৭ ফ্লাইটে শাহজালালে অবতরণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেল অতিক্রমকালে শুল্ক গোয়েন্দার দল আয়নাল প্রামাণিককে (পাসপোর্ট নম্বর বিএন-০৯২৬৮১০) আটক করে। এ ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা হয়েছে। শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান জানান, ওই যাত্রী রবিবার সকাল সাড়ে ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় নামেন। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় শুল্ক গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে তিনি প্রথমে সোনার বার থাকার কথা অস্বীকার করেন। পরে তল্লাশি করা হলে তার জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯টি সোনার বার পাওয়া যায়।
×