ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাহজালালে সোহেল তাজের স্যুটকেস তল্লাশি

প্রকাশিত: ০৪:০৬, ২৪ অক্টোবর ২০১৭

শাহজালালে সোহেল তাজের স্যুটকেস তল্লাশি

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের স্যুটকেসের তালা ভেঙ্গে তল্লাশি করার অভিযোগ উঠেছে। তার অনুমতি ছাড়াই স্যুটকেসে তল্লাশি চালানো হয় বলে তিনি অভিযোগ করেন। রবিবার সোহেল তাজ বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র যাওয়ার পথে এ ঘটনার শিকার হয়েছেন বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। এ বিষয়ে ক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সোহেল তাজ। সেখানে তিনি লিখেছেন, ‘ঢাকা বিমানবন্দরে কেউ একজন আমার স্যুটকেসের তালা ভেঙ্গেছে এবং আমার অনুমতি ছাড়াই সেখানে তল্লাশি চালিয়েছে। স্যুটকেসে আমার বাবাকে নিয়ে লেখা কিছু বই ছিল। আমি ২২ অক্টোবর বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ফিরছিলাম। এ সময় বিমানবন্দরে আমার স্যুটকেসটি খোলা অবস্থায় পাই। আমার নাম স্পষ্টভাবে স্যুটকেসের নেমট্যাগে লেখা ছিল।’ জানতে চাইলে এ বিষয়ে বিমানের কাস্টমার সার্ভিসের মহাব্যবস্থাপক নুরুল ইসলাম হাওলাদার বেশ দৃঢ়তার সঙ্গে অভিযোগ প্রত্যাখ্যান করে জনকণ্ঠকে বলেছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের লাগেজের তালা ভাঙ্গার কোন অফিসিয়াল আদেশ বা বিধান নেই। যদি চুরির উদ্দেশ্যে কাটা হয় সেটা ভিন্ন বিষয়। এখানে লাগেজে কোন সন্দেহজনক কিছু ধরা পড়লে যাত্রীকেই তালা খুলে দেখাতে অনুরোধ করা হয়। তাও সব ফ্লাইটে নয়, শুধু লন্ডন ফ্লাইটের যাত্রীদের বেলায় এমনটি করা হয়। কাজেই ঢাকা বিমানবন্দরে উনার লাগেজের তালা ভেঙ্গে তল্লাশি চালানো হয়েছে এমন অভিযোগের কোন সত্যতা নেই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকায় ওই লাগেজ ভেঙ্গেছে সেটা উনি জানলেন কিভাবে। তিনি কাতার এয়ারওয়েজের যাত্রী ছিলেন। ওই ফ্লাইট তো দোহা হয়ে নিউইয়র্কে যায়। হতে পারে ওদিকেই কোথায়ও নিরাপত্তাকর্মীরা এ কা- ঘটিয়েছে। কাতার থেকে আমেরিকাগামী সব যাত্রীকে নগ্ন করে দেহ তল্লাশি করা হয়। সন্দেহজনক লাগেজে তালা থাকলে সেটা ভেঙ্গে দেখা হয়। সোহেল তাজ ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। কিন্তু একই বছরের ৩১ মে মন্ত্রিসভা থেকে সোহেল তাজ পদত্যাগ করেন।
×