ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বগুড়ায় মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা

প্রকাশিত: ০৪:০৫, ২৪ অক্টোবর ২০১৭

বগুড়ায় মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ার কামারগাড়ি মোড়ে কলেজগেটের কাছে ব্যক্তি উদ্যোগে নির্মিত মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। বিষয়টি সোমবার সন্ধ্যায় জানাজানি হলে প্রগতিশীল ধারার মানুষের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভির ভিডিও ফুটেজ সংগ্রহ করে ঘটনাটি খতিয়ে দেখছে। ওই এলাকার মার্কেট কমিটি রাস্তায় সিটিটিভি লাগিয়েছে। মার্কেট কমিটি ভিডিও ফুটেজ দিয়েছে। এলাকাবাসী জানায়, ওই এলাকার শৌখিন ভাস্কর্যশিল্পী সুজা রহমান বছরদুয়েক আগে মুক্তিযুদ্ধার ভাস্কর্য বানিয়ে কামারগাড়ি এলাকায় কলেজগেটের কাছে স্থাপন করেন। রবিবার রাতে একদল দুর্বৃত্ত ভাস্কর্যটি ভেঙ্গে মাটিতে ফেলে দেয়। সিসিটিভির ভিডিও ফুটেজে দেখা যায়, তিন তরুণ হাতে শাবল নিয়ে ভাস্কর্যটি ভেঙ্গে মাটিতে ফেলে দেয়ার পর সেজদা দিচ্ছে। এরপর তারা উল্লাস করে চলে যায়। রাস্তার স্বল্প আলোতে তিন তরুণকে চেনা যায়নি। তবে পুলিশ বলেছে, বিষয়টিকে গুরুত্বদেয়া হয়েছে। এখনও কেউ মামলা দায়ের করেনি। তবে যারাই এ কাজ করুক তাদের আইনের আওতায় আনা হবে। এদিকে ছাত্রফ্রন্ট এ ঘটনার নিন্দা জানিয়েছে। ঘাতক দালাল নির্মূল কমিটি সূত্র জানিয়েছে, দেখে মনে হচ্ছে এটি স্বাধীনতাবিরোধী চক্রের কাজ। ছাত্রফ্রন্ট ও প্রগতিশীল ধারার দলগুলো সোমবার এ ঘটনার প্রতিবাদে কী কর্মসূচী দেয়া যায় এ নিয়ে বৈঠক করেছে।
×