ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বেড়েই চলেছে ভোগ্যপণ্যের দাম

প্রকাশিত: ০৩:৫৯, ২৪ অক্টোবর ২০১৭

বেড়েই চলেছে ভোগ্যপণ্যের দাম

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত এক বছরে চাল, সবজি, পেঁয়াজ ও তেলসহ প্রায় সব ধরনের নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যেরই দাম বেড়েছে। এ তালিকার শীর্ষে রয়েছে চাল। কারওয়ার বাজারের ব্যবসায়ীরা বলছেন, এক বছরে চালের দাম বেড়েছে কেজিতে ১৩ থেকে ১৮ টাকা। টিসিবির হিসাবে যা ১৮ থেকে সাড়ে ২৩ শতাংশ। পিছিয়ে নেই শাক-সবজির দামও। বিশ্লেষকরা মনে করেন, অর্থনীতিতে অস্থিরতা রোধ করতে হলে দ্রুত নিয়ন্ত্রণ আনতে হবে নিত্যপণ্যের দাম। নিত্যপণ্যের বাড়তি দাম জনজীবনে কতটা নেতিবাচক প্রভাব ফেলেছে সম্প্রতি ডিম দিবসের ঘটনাই তার অন্যতম উদাহরণ। ১২ টাকা হালি ডিম কিনতে রাজধানীর দূর-দূরান্ত থেকে খামারবাড়িতে ছুটে আসেন হাজারও মানুষ। পরিস্থিতি সামাল দিতে না পেরে লাঠিচার্জ পর্যন্ত করতে হয়েছে পুলিশকে। এক বছরে ধরেই বেড়েছে প্রায় সব নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম। এ তালিকার শীর্ষে রয়েছে চাল। গত বছরের অক্টোবরের সঙ্গে চলতি অক্টোবরের তুলনা করে সরকারী সংস্থা টিসিবি বলছে, বিভিন্ন জাতের চালের দাম বেড়েছে ১৮ থেকে সাড়ে ২৩ শতাংশ পর্যন্ত। আর রাজধানীর কারওয়ানবাজারে চাল বিক্রি হচ্ছে ৪৪ থেকে ৮০ টাকা পর্যন্ত।
×