ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মিনিকেট চালের উৎস খুঁজতে কমিটি

প্রকাশিত: ০৩:৫৯, ২৪ অক্টোবর ২০১৭

মিনিকেট চালের উৎস খুঁজতে কমিটি

অর্থনৈতিক রিপোর্টার ॥ মিনিকেট চাল নিয়ে বিতর্ক অনেক দিনের। অনেকেরই প্রশ্ন, এই নামে আদৌ কোন ধান আছে কি না। না কি মোটা চালকেই মেশিনে ছোট করে নাম দেয়া হয় মিনিকেট? বিষয়টি তদন্তে সম্প্রতি সরকারের বিশেষজ্ঞ টিম কুষ্টিয়ায় চালের মোকাম পরিদর্শন করেন। প্রাথমিকভাবে তারা স্বল্প পরিসরে মিনিকেট ধান আবাদের তথ্য জানলেও, সারাদেশে সরবরাহের মতো বিপুল পরিমাণ চাল উৎপাদন হয় কি না, সেই প্রশ্নের মীমাংসা হয়নি। একই সঙ্গে মিনিকেট চালের পুষ্টিগুণ সম্পর্কে জানতেও আলামত সংগ্রহ করছেন বিশেষজ্ঞরা।
×