ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রিজার্ভ থেকে এবারও লভ্যাংশ দেবে বিকন ফার্মা

প্রকাশিত: ০৩:৫৭, ২৪ অক্টোবর ২০১৭

রিজার্ভ থেকে এবারও লভ্যাংশ দেবে বিকন ফার্মা

আগের অর্থবছরের ন্যায় ২০১৬-২০১৭ অর্থবছরের ব্যবসায়ও রিজার্ভ থেকে লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিকন ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ২০১৬-১৭ অর্থবছরে বিকন ফার্মার শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪৫ পয়সা। এর বিপরীতে কোম্পানির পর্ষদ ৫ শতাংশ হিসেবে প্রতিটি শেয়ারে ৫০ পয়সা লভ্যাংশ ঘোষণা করেছে। যাতে প্রতিটি শেয়ারে ৫ পয়সা রিজার্ভ থেকে দিতে হবে। ২৩১ কোট টাকার পরিশোধিত মূলধনের বিকন ফার্মায় ৬৫ কোটি ৭৫ লাখ টাকার রিজার্ভ রয়েছে। অর্থাৎ বিগত বছরগুলোতে মুনাফার তুলনায় কম লভ্যাংশ দিয়ে এ রিজার্ভ সংরক্ষণ করা হয়েছে। যেখানে থেকে এ বছর ১ কোটি ১৬ লাখ টাকা লভ্যাংশ আকারে প্রদান করা হবে। -অর্থনৈতিক রিপোর্টার ডরিন পাওয়ারের লভ্যাংশ ঘোষণা পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশনস এ্যান্ড সিস্টেমসের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। ৩০ জুন ২০১৭ হিসাব বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৫৭ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৩৫ টাকা ৯৮ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ১১ ডিসেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ নবেম্বর। -অর্থনৈতিক রিপোর্টার
×