ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিমান দেখতে টিকিট!

প্রকাশিত: ০৩:৪৬, ২৪ অক্টোবর ২০১৭

বিমান দেখতে টিকিট!

তুর্কী এয়ারলাইনের এয়ারবাস এ৩৩০ বিমান দেখতে হলে টিকেট কাটতে হবে। বিমানটি দুবছর আগে নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে উড্ডয়নের কিছুক্ষণ পর রানওয়েতে আছড়ে পড়ে। আকাশে ওড়ার সময় বিমানটিতে ২২৪জন যাত্রী ছিল। তবে কেউই দুর্ঘটনার সময় কোন আঘাত পায়নি। চারদিন চেষ্টা করেও বিমানটিকে সারাতে না পারায় পরে সেটিকে নেপালের বিমান জাদুঘর হিসেবে তৈরি করা হয়। এয়ারবাস এ৩৩০ এখন নেপালের প্রথম বিমান জাদুঘর। -এএফপি ইভানকার ব্যবসা শিক্ষা... ভারতের হায়দরাবাদের মাওলানা আজাদ ন্যাশনাল উর্দু ইউনিভার্সিটিতে যুক্তরাষ্ট্রের ফার্স্ট ডটার ইভানকা ট্রাম্প ব্যবসা সম্পর্কিত শিক্ষা কর্মশালায় বক্তব্য দেবেন। এতে উপস্থিত থাকবেন তিন শ’ জন তরুণ। যাদের মধ্যে ১৮ জন মাদ্রাসা শিক্ষার্থী। নবেম্বর ২৮-৩০ পর্যন্ত অনুষ্ঠিত গ্লোবাল এনট্রিপ্রিনিওর সামিটে (জিইএস) সারা বিশ্বের প্রায় এক হাজার তরুণ অংশ নেবেন। - টাইমস অব ইন্ডিয়া
×