ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টিলারসন পাকিস্তান যাচ্ছেন আজ

প্রকাশিত: ০৩:৪৬, ২৪ অক্টোবর ২০১৭

টিলারসন পাকিস্তান যাচ্ছেন আজ

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন মঙ্গলবার পাকিস্তান সফরে যাবেন। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনর্নির্মাণে চতুর্থ দফা আলোচনার জন্য টিলারসনের ইসলামাবাদ সফর। এদিকে সন্ত্রাস দমন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গিয়েছেন পাকিস্তানের জয়েন্ট চীফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল জুবায়ের মাহমুদ হায়াত। খবর দা ডন অনলাইনের। দুই দেশের সরকারী-বেসরকারী কর্মকর্তাদের মধ্যে সম্পর্কোন্নয়নে তার এই সফর বলে জানানো হয়েছে। ডিসেম্বরে পাকিস্তান সফরে যাবেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। গত মাসে নিউইয়র্কে পাক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি ও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের মধ্যে বৈঠক থেকে শুরু হওয়া সম্পর্কোন্নয়ন প্রক্রিয়ার পর্যালোচনা করতেই ম্যাটিস ইসলামাবাদ যাবেন। সপ্তাহ দুয়েক আগে পাক পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফের ওয়াশিংটন সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কে নতুন গতি পায়। খাজা আসিফ কেবল টিলারসনের সঙ্গে দেখা করেই ক্ষান্ত হননি, তিনি দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেনারেল এইচ আর ম্যাকমাস্টারের সঙ্গেও আলোচনা করেছেন। গত ২১ আগস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ এশিয়াবিষয়ক নতুন কৌশল ঘোষণা করলে তার সবিস্তার তথ্য নিয়ে ইসলামাবাদে আসেন যুক্তরাষ্ট্রের আন্তঃসংস্থার প্রতিনিধি দল। তখন দেশ দুটির মধ্যে তৃতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হয়। পাক-আফগান সীমান্তে জঙ্গীদের বিরুদ্ধে লড়াইয়ে সফল হতে ইসলামাবাদের সহায়তা চেয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির নীতিনির্ধারকরা মনে করেন, পাকিস্তানের প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা তাদের মূল উদ্বেগে সমাধানে সহায়ক হতে পারে।
×