ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সুধীর বরণ মাঝি;###;শারীরিক শিক্ষা ও ক্রীড়া শিক্ষক, হাইমচর কলেজ, হাইমচর-চাঁদপুর।;###;মোবাইল : ০১৭৯৪৭৭৭৫৩৫

নবম ও দশম শ্রেণির পড়াশোনা বিষয় ॥ হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা

প্রকাশিত: ০৩:৩৯, ২৪ অক্টোবর ২০১৭

নবম ও দশম শ্রেণির পড়াশোনা বিষয় ॥ হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা

দ্বিতীয় অধ্যায় (দ্বিতীয় পরিচ্ছেদ) প্রস্তুতি-৮, বহুনির্বাচনী-৩০ ১। আর্যগণ কোথায় বসবাস করতে থাকেন? (ক) সিন্ধুনদের তীরবর্র্তী অঞ্চলে (খ) গঙ্গা নদীর তীরবর্র্তী অঞ্চলে (গ) মিশরীয় অঞ্চলে (ঘ) কৃষ্ণনদের তীরবর্র্তী অঞ্চলে। ২। পার্থ কার আরেক নাম ? (ক) শ্রীকৃষ্ণের (খ) অর্জুনের (গ) ভীমের (ঘ) যুধিষ্ঠির। ৩। যিনি পরমেশ্বরের জ্ঞানাদি শক্তির দ্বারা আবিষ্ট - (র) শ্রীচৈতন্য (রর) শ্রীরামনন্দ (ররর) অক্ষরাবাদ। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর ও ররর (গ) ররর (ঘ) র,রর ও ররর। ৪। কত সালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন স্থাপন করেন? (ক) ১৮৯৪ সালে (খ) ১৮৯৬সালে (গ) ১৮৯৭ সালে (ঘ) ১৮৯০ সালে । ৫। বাবা লোকনাথ ব্রক্ষ্মচারীর নৈতিক আদর্শের মূলমন্ত্র ছিলÑ (র) সততা, নিষ্ঠা (রর) সংযস, সাম্য (ররর) সেবা। নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ৬। ইস্কন দ্বারা কী বোঝায় ? (ক) আন্তর্জাতিক চরিতামৃত সংঘ (খ) আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (গ) আন্তর্জাতিক রামকৃষ্ণাশ্রম (ঘ) আন্তর্জাতিক সৎসঙ্গ। ৭। যারা সিন্ধুনদকে হিন্দুনদ বলে উচ্চারণ করত- (র) বহিরাগত আফগান সম্প্রদায় (রর) বহিরাগত পার্সিক সম্প্রদায় (ররর) ভারতীয় সম্প্রদায় । নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর ৮। শক্তির উপাসকদের কী বলা হয় ? (ক) বৈষ্ণব (খ) শৈব (গ) শক্তিমান (ঘ) শাক্ত। ৯। ১৯২১ সালে ’কে’ দূভিক্ষপীড়িদের সেবা করেন ? (ক) স্বামী স্বরূপানন্দ (খ) স্বামী প্রভুপাদ (গ) স্বামী প্রণবানন্দ (ঘ) স্বামী বিবেকানন্দ। ১০। বাবা লোকনাথ ব্রক্ষ্মচারী যেখানে আশ্রম প্রতিষ্ঠা করেন- (ক) কিশোরগঞ্জের পাকুন্দিয়া (খ) নারয়ণগঞ্জের বারদী (গ) নেত্রকোনার মোহনগঞ্জ (ঘ)ঢাকার দোহার। ১১। কে সমাজের সকলধর্ম ও বর্ণের মানুষকে এক হরিনামে মেতে থাকার আহ্বান জানান? (ক) হরিচাঁদ ঠাকুর (খ) শ্রীরামচন্দ্র (গ) শ্রীকৃষ্ণ (ঘ) শ্রীচৈতন্য। ১২। ভগবান হিসেবে পূজিত কে ? (ক) শ্রীকৃষ্ণ (খ) শ্রীচৈতন্য (গ) যুধিষ্ঠি (ঘ) ভীম। ১৩। হরিচাঁদ ঠাকুরের হরিনাম, জগতে যা প্রতিষ্ঠা করতে সমর্থ হয়- (র) কল্যাণ (রর) সমৃদ্ধি (ররর) শান্তি। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ১৪। মহাপুরুষদের আদর্শ থেকে সমাজে যা প্রতিষ্ঠিত হয়- (র) ব্রাক্ষ্ম সমাজ (রর) একেশ্বরবাদ (ররর) অযাচক আশ্রম। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ১৫। কে মহানাম সম্প্রদায় প্রতিষ্ঠা করেন ? (ক) সদানন্দ ব্রক্ষ্মচারী (খ) শিবাজী (গ) মহেন্দ্রজী (ঘ) গৌতম। উত্তর ঃ ১(ক), ২(খ), ৩(ক), ৪(গ), ৫(ঘ), ৬(খ), ৭(ক), ৮(ঘ), ৯(গ), ১০(খ), ১১(ক), ১২(ক), ১৩(ঘ), ১৪(ক), ১৫(গ)।
×