ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পয়েন্ট টেবিলে যৌথভাবে শীর্ষে হেইঙ্কেসের দল

বেয়ার্ন মিউনিখের টানা তিন জয়

প্রকাশিত: ০৫:৫২, ২৩ অক্টোবর ২০১৭

বেয়ার্ন মিউনিখের টানা তিন জয়

স্পোর্টস রিপোর্টার ॥ গত কয়েক মৌসুম ধরে জার্মান বুন্দেসলিগায় এককভাবেই রাজত্ব করছে বেয়ার্ন মিউনিখ। কিন্তু চলতি মৌসুমের শুরুতেই যেন খেই হারিয়ে ফেলে বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়নরা। তারই মাসুল গুনতে হলো কার্লো আনচেলত্তিকে। বাজে পারফর্মেন্সের কারণে সাবেক রিয়াল মাদ্রিদের এই অভিজ্ঞ কোচকে বরখাস্ত করে বেয়ার্ন। তার জায়গায় সাবেক কোচ জাপ হেইঙ্কেসকে নিয়োগ দেয় জার্মানির ইতিহাসে সবচেয়ে সফল দলটি। নতুন কোচের অধীনে স্বরূপে ফেরার ইঙ্গিত দিয়েছে বেয়ার্নও। শনিবার বুন্দেসলিগার ম্যাচে অধিকাংশ সময় একজন কম নিয়ে খেলা হামবুর্গকে ১-০ গোলে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। সেইসঙ্গে হেইঙ্কেসের অধীনে টানা তিন ম্যাচে জয় তুলে নিয়েছে বেয়ার্ন। শনিবার বেয়ার্নকে আতিথ্য দেয় হামবুর্গ। নিজেদের সমর্থকদের সামনে দুর্দান্ত খেলে স্বাগতিকরা। কিন্তু দুর্ভাগ্য তাদের। ম্যাচের ৩৯তম মিনিটে লালকার্ড দেখে রক্ষণসৈনিক গিডিয়ান ইয়ুং মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় হামবুর্গ। তারপরও গোলশূন্য ড্রয়ে প্রথমার্ধে বিরতিতে যায় তারা। কিন্তু দ্বিতীয়ার্ধেই গোলের দেখা পায় সফরকারীরা। ম্যাচের ৫২ মিনিটে বেয়ার্ন মিউনিখকে প্রথম গোল উপহার দেন ফরাসী মিডফিল্ডার কোরেন্টিন তোলিসো। লিঁও থেকে বেয়ার্নে যোগ দেয়ার পর জার্মান জায়ান্টদের জার্সিতে দ্বিতীয় গোল করেন তিনি। এই জয়ের ফলে ৯ ম্যাচ থেকে ২০ পয়েন্ট সংগ্রহ বেয়ার্ন মিউনিখের। অবস্থান লীগ টেবিলের দুইয়ে। সমানসংখ্যক ম্যাচ থেকে সমান ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ডের। শনিবার অন্য ম্যাচে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের মাঠে ২-২ গোলে ড্র করে বরুশিয়া ডর্টমুন্ড। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে বুন্দেসলিগার পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে লিপজিগ। এদিন তারা ১-০ গোলে পরাজিত করে স্টুটগার্টকে।
×