ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতীয় সিনিয়র টেবিল টেনিস

প্রকাশিত: ০৫:৫২, ২৩ অক্টোবর ২০১৭

জাতীয় সিনিয়র টেবিল টেনিস

স্পোর্টস রিপোর্টার ॥ ৩৭তম জাতীয় সিনিয়র টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে মঙ্গলবার। ২৯ অক্টোবর পর্যন্ত জেলা, বিভাগ, সংস্থা (বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আনসার ও ভিডিপি, ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ও বাংলাদেশ বিমান এয়ারলাইন্স) ও বিশ্ববিদ্যালয়ের (ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়) অংশগ্রহণে মোট ৪৫টি দল নিয়ে পল্টনস্থ শহীদ তাজউদ্দিন ইনডোর টেবিল টেনিস জিমনেসিয়ামের উডেন ফ্লোরে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের মোট খেলোয়াড়ের মধ্যে ১৮০ জন পুরুষ ও ৬০ জন মহিলা এবং কর্মকর্তা ৪৫ জন। টুর্নামেন্টের মোট বাজেট ৯,৬০,০০০ টাকা। মোট ৭টি ইভেন্টে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। যথাক্রমে- পুরুষ দলগত, মহিলা দলগত, পুরুষ একক, মহিলা একক, পুরুষ দ্বৈত এবং মহিলা দ্বৈত, মিশ্র দ্বৈত। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, এমপি। এছাড়াও উপস্থিত থাকবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সাউথ ইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। এ উপলক্ষে রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি শেখ মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক খন্দকার হাসান মুনীর, কার্যনির্বাহী কমিটি ও টুর্নামেন্ট কমিটির সদস্য আহসান আহমেদ অমিত।
×