ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশুর বোলিংয়ে উইন্ডিজের লিড

প্রকাশিত: ০৫:৫১, ২৩ অক্টোবর ২০১৭

বিশুর বোলিংয়ে উইন্ডিজের লিড

স্পোর্টস রিপোর্টার ॥ বুলাওয়ে টেস্টে চলছে বোলারদের দাপট। স্বাগতিক অধিনায়ক গ্রেয়ামে ক্রেমার (৪/৬৪) ও শন উইলিয়ামসনের (৩/২০) স্পিনের মুখে প্রথম ইনিংসে ২১৯ রানে অলআউট হয়েছিল সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয়দিনে দাপট দেখালেন অতিথি লেগস্পিনার দেবেন্দ্র বিশু। ১৫৯ রানে অলআউট জিম্বাবুইয়ে। ফলে ৬০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছে ক্যারিবীয়রা। ক্যারিয়ারে চতুর্থবারের মতো ৫ উইকেট নিয়েছেন বিশু। ইনিংসে তার বোলিং ফিগার ২৪-৪-৭৯-৫। এ নিয়ে ২৭ টেস্টে বিশুর ঝুলিতে জামা পড়ল ৯৪ উইকেট। সাম্প্রতিক সময়ে সাদা পোশাকে ক্যারিবীয়দের অন্যতম সফল বোলার তিনি। দুটি করে শিকারের পথে এদিন অধিনায়ক জেসন হোল্ডার ও আরেক পেসার কেমার রোচও ভাল বল করেছেন। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৪২ রান এসেছে অভিজ্ঞ হ্যামিল্টন মাসাকাদজার ব্যাট থেকে। ইংলিশ কাউন্টির সঙ্গে চুক্তি বাতিল করে দীর্ঘদিন পর স্বদেশে ফেরা সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেইলর আউট হয়েছেন মাত্র ১ রানে। এছাড়া সুলেমান মিরের ২৭ আর ক্রেইগ অরভিনের ৩৯ উল্লেখ্য। টেইলরের পাশাপাশি জিম্বাবুইয়ের জার্সিতে প্রত্যাবর্তন হয়েছে বোলার কাইল জার্ভিসের। প্রায় সাড়ে চার বছর পর ফিরে প্রতিপক্ষ ওপেনার ক্রেইগ ব্রেথওয়েটের উইকেটটি নিয়েছেন ২৮ বছর বয়সী ডানহাতি মিডিয়াম পেসার। টেইলর-জার্ভিসের প্রত্যাবর্তন, আর ১৪ বছর পর ক্যারিবীয়দের জিম্বাবুইয়ে সফরে ( দুই টেস্ট) সিরিজ ঘিরে আগ্রহ তৈরি করেছে।
×