ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরফরাজকে ফিক্সিংয়ের প্রস্তাব তদন্ত করছে আইসিসি

প্রকাশিত: ০৫:৪৯, ২৩ অক্টোবর ২০১৭

সরফরাজকে ফিক্সিংয়ের প্রস্তাব তদন্ত করছে আইসিসি

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদকে ম্যাচ পাতানোর প্রস্তাব দিয়েছে বাজিকররা! পরশু পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যম এমন খবর জানিয়েছে। আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে ‘হোম সিরিজ’ চলাকালীন সময়েই এমন প্রস্তাব দেয়া হয়েছে। বাজিকরদের কাছ থেকে ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই সরফরাজ বিষয়টি দুর্নীতি দমন ইউনিটকে জানিয়ে দেন। রবিবার বিষয়টি স্বীকার করে পিসিবি জানিয়েছে আইসিসির দুর্নীতি দমন বিভাগ তদন্ত শুরু করেছে, ‘অধিনায়ক সরফরাজকে একজন ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিল। ও সঙ্গে সঙ্গে সেটি আমাদের জানিয়েছে। আমরা আইসিসির তদন্ত দলকে সহয়তা করছি।’ টুইটারে লিখেছেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠী। অধিনায়কের অবস্থানের প্রশংসা করে পিসিবির এক মুখপাত্র বলেছেন, ‘অধিনায়ক হিসেবে সে দৃষ্টান্ত স্থাপন করেছে।’ অভিযোগ নিয়ে সঙ্গে সঙ্গেই তদন্তে নামে পিসিবির নিজস্ব দুর্নীতি দমন ইউনিট। তবে এখন পর্যন্ত প্রস্তাবদাতা সেই জুয়াড়ির পরিচয় প্রকাশ করেনি তারা। তবে দুবাই থেকেই সেই জুয়াড়ি তার সব অপকর্ম পরিচালনা করে বলে জানিয়েছে পিসিবি। এই ঘটনার পর টিম হোটেলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। খেলোয়াড়দের ওপর নজরদারিও বাড়ানো হয়েছে। পিসিবির এক কর্মকর্তা বলেছেন, ‘বিষয়টি যথাযথ প্রক্রিয়া ও পদ্ধতি মেনেই খতিয়ে দেখা হচ্ছে। পিএসএল কেলেঙ্কারির পর হেড কোচ মিকি আর্থারের অনুরোধে খেলোয়াড়দের ওপর নজরদারি কিছুটা শিথিল করা হয়েছিল। আরব আমিরাতে তাদের বন্ধু-বান্ধবের সঙ্গে দেখা করার, ডিনার বা শপিংয়ের অনুমতিও ছিল। এই ঘটনার পর আবারও কড়া নজরদারির ব্যবস্থা নেয়া হয়েছে।’ গত পিএসএলে ফিক্সিংয়ে জড়িয়ে একাধিক নিয়মিত পারফর্মার জাতীয় দল থেকে ছিটকে গেছেন। তবে পাকিস্তান ক্রিকেটে সবচেয়ে আলোচিত ফিক্সিংয়ের ঘটনাটি ঘটে ২০১০ সালে। অধিনায়ক সালমান বাটসহ নিষিদ্ধ হন মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ।
×