ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হোয়াইটওয়াশে চোখ পাকিদের

শারজায় পাকিস্তান-শ্রীলঙ্কা শেষ ওয়ানডে আজ

প্রকাশিত: ০৫:৪৯, ২৩ অক্টোবর ২০১৭

শারজায় পাকিস্তান-শ্রীলঙ্কা শেষ ওয়ানডে আজ

স্পোর্টস রিপোর্টার ॥ শারজায় পাকিস্তান-শ্রীলঙ্কা পঞ্চম ও শেষ ওয়ানডে আজ। টানা চার জয়ে উড়ে চলা পাকিদের লক্ষ্য প্রতিপক্ষকে ‘হোয়াইটওয়াশ’ করা। অধিনায়ক সরফরাজ আহমেদ পরিষ্কার জানিয়ে দিয়েছেন শেষ ম্যাচে এতটুকু ছাড় দেবেন না তারা। নিরঙ্কুশ দাপটের সঙ্গেই টেস্টের বদলা নিতে প্রস্তুত বাবর আজম-হাসান আলীরা। অন্যদিকে ২-০তে টেস্ট জয়ের পর ওয়ানডে সিরিজে বড় লজ্জা এড়াতে মরিয়া অতিথি লঙ্কানরা। এজন্য সামর্থ্যরে সেরাটা দিতে সতীর্থদের প্রতি আহ্বান জানিয়েছেন রঙিন পোশাকের অধিনায়ক উপুল থারাঙ্গা। চারটি ম্যাচেই তারা যেভাবে হেরেছে তাতে কাজটা সহজ হবে না। সরফরাজদের জয় যথাক্রমে ৮৩ রান, ৩২ রান, ৭ উইকেট ও ৭ উইকেটে। ব্যাটে-বলে দলকে ওড়াচ্ছেন নবীন দুই পারফর্মার আজম ও হাসান। প্রয়োজনের সময় আবার ঠিকই হাল ধরছেন মোহাম্মদ হাফিজ-শোয়েব মালিকের মতো অভিজ্ঞরা। সরফরাজ বলেন, ‘টানা চার জয়ের পথে ছেলেরা খুবই ভাল খেলেছে, তবে আমরা এখানেই থামতে চাই না। শেষ ম্যাচ জিতে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করাই লক্ষ্য। শ্রীলঙ্কা যে কোন দিন ঘুরে দঁড়ানোর সামর্থ্য রাখে। আমাদের তাই সেরাটা দিতে হবে। সিরিজে হাসান যেমন অসাধারণ বোলিং করেছে তেমনি ব্যাট হাতে বাবর আজমও চমৎকার খেলছে। নবীন-অভিজ্ঞরা সবাই প্রয়োজন মতো দায়িত্ব পালন করছে। আশা করছি তারা এটা ধরে রাখবে। আমরা শেষ ওয়ানডে জিতেই টি২০ সিরিজ শুরু করতে চাই।’ বাবর আজম আর হাসান আলীর কথা বিশেষভাবে বলার কারণটা পরিষ্কার। নবীন সদস্য হয়েও দু’জনই পাকিস্তানের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। বাবর আজমের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ১৫ ইনিংসে সেঞ্চুরি ছিল না একটিও। এই সিরিজের দ্বিতীয় ম্যাচে ১০১-এর পথে পরের ১৮ ইনিংসেই হাঁকিয়েছেন সাত সেঞ্চুরি! গড়েছেন সবচেয়ে কম ইনিংসে (৩৩) প্রথম সাত সেঞ্চুরির রেকর্ড। আরব আমিরাতে টানা পঞ্চম। ওয়ানডে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে একক কোন দেশে (ভেন্যু) এটিও নতুন রেকর্ড। বাবর আজম এরপর তৃতীয় ও চতুর্থ ওয়ানডেতে করেন ৩০ ও অপরাজিত ৬৯ রান। আগের ম্যাচেই ৩ উইকেট শিকারের পর আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন হাসান আলী। অভিষেকের পর ২৪ ওয়ানডেতে ৫০ উইকেট (দ্রুত) নিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন। এ বছর (২০১৭ সালে) ১৭ আন্তর্জাতিক ম্যাচে তার শিকার সংখ্যা ৪৩! এই সিরিজে এ পর্যন্ত নিয়েছেন ১২ উইকেট। গত জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনেকটা অপ্রত্যাশিতভাবে শিরোপা জয় করে তাক লাগিয়ে দেয় পাকিস্তান। ১৩ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন হাসান আলীই। দুর্দান্ত এই পাকিস্তানকে থামানোটা কঠিন হলেও মরিয়া লঙ্কানরা, ‘সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে আমিরাতে যে পাকিস্তানকে হারানো সম্ভব সেটা আমরা টেস্টেই করে দেখিয়েছি। প্রয়োজন কেবল সময় মতো দল হিসেবে সেরাটা দেয়া। ওয়ানডতে হোয়াটওয়াশ এড়াতে হলে আমাদের এখন সেটাই করতে হবে। তাহলে টি২০ ভাল করার আত্মবিশ্বাস পাওয়া যাবে।’ বলেন থারাঙ্গা। চ্যাম্পিয়ন্স ট্রফি জয় থেকে শুরু করে ওয়ানডেতে সরফরাজদের জয়রথ ছুটছেই। অন্যদিকে ঘরের মাটিতে জিম্বাবুইয়ের কাছে সিরিজ হারের পর ব্যর্থতার বৃত্তে বন্দী লঙ্কানরা।
×