ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘অর্থের অভাবে আমাদের সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে যেতে পারে না’

প্রকাশিত: ০৫:৩৩, ২৩ অক্টোবর ২০১৭

‘অর্থের অভাবে আমাদের  সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে যেতে পারে না’

স্টাফ রিপোর্টার ॥ ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বলেছেন, অর্থের অভাবে আমাদের সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে যেতে পারে না। সবার প্রচেষ্টায় আমরা শিক্ষাবৃত্তিকে বাস্তবায়ন করতে পেরেছি। এই শিক্ষাবৃত্তিকে যুগ যুগ চলমান রাখতে ছয় মাসের মধ্যে আমরা একটি নীতিমালা তৈরি করব। শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ পরিবারের সন্তানদের উচ্চশিক্ষা লাভে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ৬৫৯ জন মেধাবী শিক্ষার্থীদের ডিএমপির শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা জানান। বেলা ১১টার দিকে ঢাকার রাজারবাগ শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে ছিল ডিএমপির শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান। এ সময় ডিএমপি কমিশনার জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৪ হাজার সদস্যের অধিকাংশ নিম্নপদের হওয়ায় তাদের বেতন অনেক কম। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ মনিরুল ইসলাম জানান, ডিএমপির ৪৩ বছরের ইতিহাসে শিক্ষাবৃত্তি একটি মাইলফলক। আমরা হয়তো থাকব না। কিন্তু এই শিক্ষাবৃত্তি আর বন্ধ হবে না। চলমান থাকবে। যতদিন যাবে এই তহবিলের পরিধিও বাড়বে। ডিএমপি শিক্ষাবৃত্তি শিক্ষার্থীদের মধ্যে উচ্চশিক্ষা গ্রহণে অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিক ফিন্যান্স এ্যান্ড প্রকিউরমেন্ট) ওয়াই এম বেলালুর রহমান।
×