ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গণতান্ত্রিক মূল্যবোধ হুমকির মুখে ॥ কাতালান নেতা

মাদ্রিদের সিদ্ধান্ত প্রত্যাখ্যান

প্রকাশিত: ০৪:২৪, ২৩ অক্টোবর ২০১৭

মাদ্রিদের সিদ্ধান্ত প্রত্যাখ্যান

স্পেনের কাতালান রাজ্যের স্বাধীনতাকামী নেতা শনিবার অভিযোগ করে বলেছেন, মাদ্রিদ তাদের বিরুদ্ধে ‘ভয়াবহ আক্রমণ’ চালিয়েছে। একনায়ক ফ্রন্সিসকো ফ্রাঙ্কোর পতনের পর কাতালানের বিচ্ছিন্ন হওয়া আটকাতে কেন্দ্রীয় সরকার তাদের বিরুদ্ধে সবচেয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে। টেলিগ্রাফ ও গার্ডিয়ান। টেলিভিশনে প্রচারিত বক্তব্যে কার্লেস পুজদামন বলেন, কাতালোনিয়ার স্বাধীনতাকামী নির্বাহীকে বরখাস্ত করার মাধ্যমে প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয় আইনের শাসনকে অসম্মান করেছেন। কাতালানের আঞ্চলিক মন্ত্রিসভার নিয়ন্ত্রণ রাহয় নিজের হাতে তুলে নিয়ে নতুন নির্বাচনের ডাক দিয়েছেন। তিনি বলেছেন, জাতীয় ঐক্য ধরে রাখতে তার সামনে এর কোন বিকল্প ছিল না। তার এ পদক্ষেপের পরিপ্রেক্ষিতে পুজদামন বলেন, মাদ্রিদের সিদ্ধান্ত গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি ও আইনের শাসনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এ অবস্থায় সঙ্কট নিয়ে আলোচনায় বসার জন্য তিনি আঞ্চলিক পার্লামেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করে তিনি বলেন, একনায়ক ফ্রন্সিসকো ফ্রাঙ্কো কাতালানের সরকার বিলুপ্ত ঘোষণার পর এটি ছিল কাতালানের প্রতিষ্ঠান ও জনগণের প্রতি কেন্দ্রীয় সরকারের সবচেয়ে কঠোর পদক্ষেপ। ফ্রাঙ্কো ১৯৩৯ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত স্পেন শাসন করেন। কাতালোনিয়ার শক্তি খর্ব করার জন্য অন্যান্য পদক্ষেপের মধ্যে তিনি কাতালান ভাষাকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করেছিলেন। টেলিভিশনে প্রচারিত ওই বিবৃতিতে পুজদামন সতর্কতার সঙ্গে ‘স্বাধীনতা’ শব্দটি এড়িয়ে যান। তিনি একতরফাভাবে স্বাধীনতা ঘোষণা করেন কি না, স্পেন ও পুরো ইউরোপীয় ইউনিয়নের দৃষ্টি সেদিকে নিবদ্ধ রয়েছে। ১ অক্টোবর স্বাধীনতার ইস্যুতে রাজ্যটিতে যে গণভোট হয়েছে তা আইনত অবৈধ ছিল। সংক্ষিপ্ত ওই ভাষণে পুজদামন স্প্যানিশ ও ইংরেজী ভাষা ব্যবহার করেন। ইংরেজীতে তিনি ‘গণতন্ত্রের ওপর আক্রমণ’ কথাটি বলেন। মূলত ইউরোপের লোকজনের উদ্দেশে তিনি ইংরেজী ভাষা ব্যবহার করেন। তিনি বলেন, ‘ইউরোপীয় মূল্যবোধ হুমকির মুখে পড়েছে। গণতান্ত্রিকভাবে নিজেদের ভবিষ্যত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা কোন অপরাধ নয়।’ স্বাধীনতার দাবিতে বিক্ষোভ ॥ দুই পক্ষের এই পাল্টাপাল্টি অবস্থান দেশটির রাজনৈতিক সঙ্কটকে আরও গভীর করে তুলবে। এরই মধ্যে কাতালান সঙ্কট স্পেনের অর্থনীতিকে জোর ধাক্কা দিয়েছে। কোন পক্ষই সুর নরম না করায় রাজনৈতিক অস্থিরতা আরও দীর্ঘ হবে বলেও আশঙ্কা অনেকের। স্বাধীনতার প্রশ্নে কাতালোনিয়ায় গণভোট আয়োজনের প্রায় তিন সপ্তাহ পর স্পেনের মন্ত্রিসভা স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে সংবিধানের ১৫৫ অনুচ্ছেদের আলোকে পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নেয়। ১ অক্টোবরের ওই গণভোটকে অবৈধ বলছে স্প্যানিশ সরকার। অন্যদিকে কাতালোনিয়ার প্রেসিডেন্ট কার্লোস পুজদামনের দাবি, গণভোট তাকে স্বাধীনতা ঘোষণার অনুমতি দিয়েছে। এর আগে গত ১০ অক্টোবর কাতালান পার্লামেন্টে স্বাধীনতার প্রতীকী ঘোষণা দিয়েছিলেন পুজদামন। স্পেনের সঙ্গে আলোচনার দরজা খোলা রাখার কথা চিন্তায় সেই ঘোষণার কার্যকারিতা স্থগিতেরও আহ্বান জানান তিনি। স্পেনের মন্ত্রিসভার সিদ্ধান্ত কার্যকরে পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের অনুমোদন লাগবে। এ নিয়ে ২৭ অক্টোবর সিনেটে বৈঠকও ডাকা হয়েছে। কাতালান প্রশ্নে বিরোধীদের ও রাজার সমর্থন পাওয়া রাহয় সরকার এই ভোটে সহজেই উতরে যাবে বলে ধারণা করা হচ্ছে। সামরিক শাসন পেরিয়ে গণতন্ত্রে উত্তরণের পর চার দশকের মধ্যে এবারই প্রথম কোন স্বায়ত্তশাসিত অঞ্চলে কেন্দ্রের সরাসরি শাসন চালু করতে যাচ্ছে মাদ্রিদ।
×