ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আর্থিক শিক্ষা নামে নতুন কোর্স চালুর উদ্যোগ

প্রকাশিত: ০৪:১৬, ২৩ অক্টোবর ২০১৭

আর্থিক শিক্ষা নামে নতুন কোর্স চালুর উদ্যোগ

অর্থনৈতিক রিপোর্টার ॥ মাধ্যমিক পর্যায়ে আর্থিক শিক্ষা নামে নতুন কোর্স চালুর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। লক্ষ্য নতুন প্রজন্মকে অর্থনীতি বিষয়ে দক্ষ করে গড়ে তোলা। কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগ নিয়ে আলোচনা চলছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সঙ্গে। যার দৃশ্যমান ফল মিলবে বছর তিনেকের মধ্যেই। জোর কদমেই এগিয়ে চলেছে দেশের অর্থনীতি। ৮০০ কোটি টাকার বাজেট ঠেকেছে চার লাখ কোটিতে, রফতানি আয় আর রেমিটেন্স প্রবাহের খাতাও হয়েছে ভারি। মুঠোফোনেই দৈনন্দিন লেনদেন, সমৃদ্ধির দৌড়ে গ্রামীণ অর্থনীতিও। চালের বাজার থেকে বিশ্ববাণিজ্যে অসম প্রতিযোগিতা- এডাম স্মিথের অদৃশ্য প্রভাব এড়ায় না কিছুতেই। কিন্তু তা অজানা বেশিরভাগ মানুষেরই। টেকসই উন্নয়নে নতুন প্রজন্মকে তাই আরও যোগ্য করে গড়ে তোলার চেষ্টা। মাধ্যমিক পর্যায়ের প্রতিটি শ্রেণীতে আর্থিক শিক্ষার কোর্স চালুর উদ্যোগ এগিয়েছে অনেক দূর। কেন্দ্রীয় ব্যাংক হিসাব-নিকাশ করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সঙ্গে। ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে আর্থিক শিক্ষা বাধ্যতামূলক করা। আপাতত একটি অধ্যায় দিয়ে শুরু। বছর তিনেকের মধ্যে যা রূপ নিবে ১০০ নম্বরের কোর্সে। যাতে থাকবে অনলাইন, মোবাইল ও স্কুল ব্যাংকিং, উদ্যোক্তা পেশাজীবী, ঋণসমাচারসহ প্রতিদিনের আর্থিক কর্মকান্ডের গল্প।
×