ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঢাকার কৃষ্টি বিশ্বব্যাপী তুলে ধরার উদ্যোগ দুই প্রতিষ্ঠানের

প্রকাশিত: ০৪:০৪, ২৩ অক্টোবর ২০১৭

ঢাকার কৃষ্টি বিশ্বব্যাপী তুলে ধরার উদ্যোগ দুই প্রতিষ্ঠানের

স্টাফ রিপোর্টার ॥ রাজধানী ঢাকার ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষ্টি বিশ্বব্যাপী তুলে ধরতে বিশেষ উদ্যোগ নিয়েছে ‘বেজ ক্যাম্প’ ও ‘থাউজেন্ডস মাইলস এক্সপেডিশন বাংলাদেশ’ নামের দুটো প্রতিষ্ঠান। ঢাকা চ্যালেঞ্জ-২০১৭’র প্ষ্ঠৃপোষকতায় আগামী ২৭ অক্টোবর শুরু হচ্ছে এই গেম। ট্রায়ালথন ও ডুয়ালথন নামের এই গেমসে দেশী-বিদেশী দুই শতাধিক তরুণ-তরুণী অংশ নেবে। এ বিষয়ে রবিবার জাতীয় প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে বেজ ক্যাম্পের ব্যবস্থাপনা পরিচালক তানভীর সিদ্দিকী স্পন্দন বলেন, ট্রায়ালথনের অংশগ্রহণকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে ৪০০ মিটার সাঁতারের মাধ্যমে শুরু করে সাইক্লিং করে হাতিরঝিলে শেষ করবেন।
×