ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তরুণরা নেতৃত্বে এলে পুরো দৃশ্যপট বদলে যাবে ॥ স্পীকার

প্রকাশিত: ০৪:০৩, ২৩ অক্টোবর ২০১৭

তরুণরা নেতৃত্বে এলে পুরো দৃশ্যপট বদলে যাবে ॥ স্পীকার

সংসদ রিপোর্টার ॥ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, রাজনীতি, অর্থনীতি, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য তথা সমাজ পরিবর্তনের দায়িত্ব নিয়ে তরুণরা নেতৃত্বে এলে পুরো দৃশ্যপটই বদলে যাবে। গণতন্ত্রের সুষ্ঠু বিকাশ, আইনের শাসন প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে তরুণদের মেধা কাজে লাগাতে হবে। রবিবার রাজধানীর লেক শোর হোটেলে ‘কমনওয়েলথ ওয়ান হান্ড্রেড প্রজেক্ট লাঞ্চ ইভেন্ট গাইডিং মডেল ফর লিডারশিপ’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। তরুণ প্রজন্মকে নিয়ে কাজ করা ‘কমন পারপাস চ্যারিটেবল ট্রাস্ট’ নামে একটি আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশে তাদের যাত্রা শুরু উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে। সংস্থাটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জুলিয়া মিডিলটন ভিডিওবার্তার মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন এবং অনুষ্ঠানের প্রধান অতিথি স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীকে ধন্যবাদ জানান। ‘কমন পারপাস চ্যারিটেবল ট্রাস্ট’ এশিয়া প্যাসিফিক লিমিটেডের প্রধান নির্বাহী আদিরুপা সেনগুপ্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশের ১০০ জন তরুণ অংশ নেন। এদের মধ্যে বেশ কয়েকজন তাদের মতামত, অভিজ্ঞতা ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানে কর্মপরিকল্পনা তুলে ধরেন কমনওয়েলথ-১০০-এর প্রকল্প ব্যবস্থাপক মেঘা হারিস। অনুষ্ঠানে তরুণদের উদ্দেশে স্পীকার বলেন, দ্রুত অগ্রসরমান বিশ্বে তোমরাই মূল চালিকাশক্তি।
×