ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের জন্য ৪৫ টন চাল

প্রকাশিত: ০৩:৫৫, ২৩ অক্টোবর ২০১৭

রোহিঙ্গাদের জন্য ৪৫ টন চাল

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ চালকল মালিক গ্রুপের উদ্যোগে রোহিঙ্গাদের জন্য দিনাজপুর থেকে ৪৫ টন চাল পাঠানো হয়েছে। রবিবার সকালে চাল পাঠানো উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। দিনাজপুর চালকল মালিক গ্রুপের সভাপতি মোছাদ্দেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার মোঃ হামিদুল আলম, জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়সার আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফরিদুল ইসলাম, দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, জেলা চালকল গ্রুপের সাধারণ সম্পাদক সুজা উর রব চৌধুরী প্রমুখ। মৈত্রী সেতু নির্মাণে বরাদ্দ নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২২ অক্টোবর ॥ বগা নদীর ওপর নবম চীন-বাংলাদেশ মৈত্রী সেতু নির্মাণে ৬শ’ ২৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব এবং চীন সরকারের পক্ষে চীনা রাষ্ট্রদূত অনুদান চুক্তি স্বাক্ষর করার পর সেপ্টেম্বর মাসের শেষ দিকে এ অর্থ বরাদ্দ দেয়া হয়। সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রকৌশলী ব্রিজ ম্যানেজমেন্ট উইং রওশন আরা খানম পটুয়াখালীর সওজ’র নির্বাহী প্রকৌশলীকে এই বরাদ্দ সংক্রান্ত বিষয়টি অবহিত করেন। রবিবার সওজের একটি সূত্র জানিয়েছে, এই বরাদ্দ দিয়ে সেতু, এ্যাপ্রোচ সড়ক নির্মাণ এবং পরামর্শক প্রতিষ্ঠানে ব্যয় করা হবে ।
×