ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

প্রকাশিত: ০৩:৫৪, ২৩ অক্টোবর ২০১৭

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় ট্রাক ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ইঞ্জিন ভ্যানচালক ফজলুল হক (৩৫) ঘটনাস্থলে নিহত হয়েছেন। রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা খুলনা মহাসড়কের কুমিরায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ফজলুল হক সাতক্ষীরা শহরের মুন্সিপাড়া গ্রামের নুর ইসলাম হকের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ইঞ্জিন ভ্যানচালক সাতক্ষীরার দিকে আসার পথে অপরদিক থেকে পাথর বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইঞ্জিন ভ্যানচালক ঘটনাস্থলে নিহত হয়েছেন। ভালুকায় পিকআপ আরোহী নিজস্ব সংবাদদাতা ভালুকা, ময়মনসিংহ থেকে জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজিরবাজারে রবিবার সকালে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জানা যায়, ঘটনার সময় ময়মনসিংহগামী ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস অপর একটি পিকআপকে ওভারটেক করতে গেলে পিকআপ আরোহী জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার মানিকচর পাড়া গ্রামের মোহাম্মদ আলীর পুত্র শহিদুল ইসলাম (৩৮) ছিটকে পড়ে যায়। এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। মুন্সীগঞ্জে পথচারী স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, ঢাকা-মাওয়া মহাসড়কে রবিবার পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অপর চার জন আহত হয়েছে। শ্রীনগর উপজেলার সমষপুর ও উপমপাড়া নামকস্থানে দুর্ঘটনা দুটি ঘটে। রবিবার সকাল ৮টায় ঢাকা মাওয়া মহাসড়কের শ্রীনগর উপজেলার সমষপুরে মাওয়া টু ঢাকাগামী আরাম পরিবহনের যাত্রীবাহী একটি বাস বেপরোয়া গতিতে চালিয়ে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারকে ধাক্কা দিলে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। এতে প্রাইভেটকারের চালকসহ চারজন গুরুতর আহত হয়। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে দুপুর ১২টায় একই সড়কের শ্রীনগরের উমপাড়ায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি বাস জাহানারা বেগম (৫০) নামে এক মহিলাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। নিহতের বাড়ি উপজেলার পাকিরাপাড়া গ্রামে।
×