ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জনগণ ও উন্নয়ন সরকারের চালিকাশক্তি ॥ নাসিম

প্রকাশিত: ০৩:৫১, ২৩ অক্টোবর ২০১৭

জনগণ ও উন্নয়ন সরকারের চালিকাশক্তি ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন- জনগণ এবং উন্নয়ন সরকারের চালিকাশক্তি। দেশের শান্তি ও সার্বিক উন্নয়নের স্বার্থে সরকারের ধারাবাহিকতা দরকার। দেশের শান্তি ও উন্নয়নের স্বার্থে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশ পরিচালনায় আরও ১০ বছর সময় দেয়ার জন্যও তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। মোহাম্মদ নাসিম বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়ন, জঙ্গী দমন, রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি স্থাপনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোন বিকল্প নেই। তিনি রবিবার বিকেলে তার নির্বাচনী এলাকা কাজীপুরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। মোহাম্মদ নাসিম প্রথমেই যান আমেনা মনসুর ইনস্টিটিউট অব টেক্সটাইল টেকনোলজির নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে। এর পর তিনি নির্মাণাধীন পাঁচ শ’ আসনবিশিষ্ট শহীদ এম মনসুর আলী অডিটরিয়াম, পানি উন্নয়ন বিভাগের নদীপারের তীর সংরক্ষণ প্রকল্পের নির্মাণ কাজ এবং চালিতাডাঙ্গায় প্রস্তাবিত ম্যাটসের নির্মাণস্থান পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুলসহ স্থানীয় নেতৃবৃন্দ। সংসদ নির্বাচনে সংবিধানের বাইরে যাবার কোন সুযোগ নেই মন্তব্য করে তিনি অপর এক প্রশ্নের জবাবে বলেন, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে। গণতন্ত্রের যাত্রা অব্যাহত রাখতে গণতান্ত্রিক সকল দলকে আগামী সংসদ নির্বাচনে অংশ গ্রহণের জন্যও তিনি আহ্বান জানান। তিনি কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুত সরবরাহসহ অবকাঠামোগত সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরে বলেছেন- দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে হলে দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরও ১০ বছর সময় দিতে হবে।
×