ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হরিণের মাংস উদ্ধার

প্রকাশিত: ০৩:৫০, ২৩ অক্টোবর ২০১৭

হরিণের মাংস উদ্ধার

সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা, ২২ অক্টোবর ॥ পাথরঘাটায় অভিযান চালিয়ে ৬ কেজি হরিণের মাংস ও ১টি হরিণের মাথা উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার রাত ৮টার সময় সদর ইউনিয়নের হরিণঘাটা বনসংলগ্ন জীনতলা এলাকা থেকে মাংস উদ্ধার করা হয়। রবিবার সকালে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতের মাধ্যমে মাংসে কেরোসিন মিশিয়ে বন বিভাগ মাটি চাপা দিয়েছে। জানা যায়, হরিণ ঘাটার বন থেকে কিছু দুষ্কৃতিকারীরা হরিণ শিকার করে বিক্রির জন্য ব্যাগের মধ্যে করে নিয়ে যাচ্ছিল। এমন সময় হরিণঘাটা বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা একজনকে ধাওয়া করে। এ সময় ওই ব্যক্তি ব্যাগ ফেলে পলিয়ে যায়। ১৬ মাদক বিক্রেতার আত্মসমর্পণ নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২২ অক্টোবর ॥ বকশীগঞ্জ থানা পুলিশের ডাকে সাড়া দিয়ে দীর্ঘদিনের পেশা মাদক বিক্রি ছেড়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন ১৬ মাদক বিক্রেতা। রবিবার সকালে তারা বকশীগঞ্জ থানায় আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করেছেন। জানা গেছে, ১৬ মাদক বিক্রেতা সকাল ১০টার দিকে বকশীগঞ্জ থানায় হাজির হয়ে মাদক ব্যবসা না করার অঙ্গীকার করাসহ মাদকবিরোধী শপথবাক্য পাঠ করেন। বকশীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুবেল মিয়া তাদের শপথবাক্য পাঠ করান। আত্মসমর্পণের পর বকশীগঞ্জ থানা পুলিশ এসব মাদকব্যবসায়ীকে মিষ্টি খাইয়ে স্বাগত জানায়।
×