ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাঁচ বাড়িতে আগুন ॥ আহত ১০

প্রকাশিত: ০৩:৪২, ২৩ অক্টোবর ২০১৭

পাঁচ বাড়িতে আগুন ॥ আহত ১০

স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া ॥ আশুগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে দু’পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার দুর্গাপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দাঙ্গাবাজরা অন্তত ১৫/২০টি বাড়ি ও দোকানে পাটে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। ৫টি বাড়িসহ খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়। সংঘর্ষে আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকসহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায়, শুক্রবার বিকেলে পূর্ব বিরোধের জের ধরে দুর্গাপুর এলাকার জারুর বাড়ির সামসুল হকের ছেলে মহিউদ্দিনের সঙ্গে মোল্লা বাড়ির রফিকুল ইসলামের ছেলে বোরহানের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। এর জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর জের ধরে রবিবার দুর্গাপুর গ্রামের লোকজন দু’ভাগে বিভক্ত হয়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় এলাকার অন্তত ৬/৭টি স্পটে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে জারুর বাড়ির পক্ষের লোকজন মোল্লা বাড়ির পক্ষের লোকজনের বেশ কয়েকটি দোকানপাট, বাড়িঘরে, ভাংচুর-লুটপাট করে এবং নজর বাড়ির শিশু মিয়া, ইসহাক মিয়া, ফজল মিয়া, বাহাউদ্দিন মিয়ার বাড়িসহ ৫ বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। খবর পেয়ে জেলা থেকে অতিরিক্ত পুলিশ ও আশুগঞ্জ থানা পুলিশ ব্যাপক লাঠিচার্জ ও ৭ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুড়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। হবিগঞ্জ নিজস্ব সংবাদদাতা হবিগঞ্জ থেকে জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রবিবার দুপুরে হবিগঞ্জের উপজেলা নবীগঞ্জের পল্লী শংকরপুরে দু’দল সশস্ত্র লোকের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে নারীসহ অন্তত ৭৫ জন। গুরুতর আহত শ্রীরোপ দাশ, বিষ্ণু দাশ, মলাই দাশ, কেশব দাশ, কল্পনা রানী ও গৌড় দাশকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রামবাসী জানায়, ওই গ্রামের বাসিন্দা জগন্নাথ সরকারের সঙ্গে একই গ্রামের সোয়েব সরকারের জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে ওই দিন দুপুর পৌনে ১২ টার দিকে উভয়পক্ষের মাঝে প্রথমে বাগবিত-া এবং পরে সংঘর্ষ শুরু হয়। ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে উল্লেখিত নারী-পুরুষ আহত হয়।
×