ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএসইর ২ পরিচালক নির্বাচিত

প্রকাশিত: ০৩:২৬, ২৩ অক্টোবর ২০১৭

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএসইর ২ পরিচালক নির্বাচিত

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২ পরিচালক নির্বাচিত হয়েছেন। শেষ মুহূর্তে ২ পরিচালক প্রার্থী নাম প্রত্যাহার করে নেয়ায় মির্জ্জা সালমান ইস্পাহানি ও শাহজাদা মাহমুদ চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এবারের নির্বাচনে অংশগ্রহণের জন্য মির্জ্জা সালমান ইস্পাহানি, শাহজাদা মাহমুদ চৌধুরী, মোঃ সামসুল ইসলাম ও মোঃ ছায়েদুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন গত ১৯ অক্টোবর মোঃ সামসুল ইসলাম ও মোঃ ছায়েদুর রহমান নিজেদের সরিয়ে নেন। ফলে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় মির্জ্জা সালমান ইস্পাহানি ও শাহজাদা মাহমুদ চৌধুরী ভোট ছাড়াই নির্বাচিত হয়েছেন। নির্বাচনে বর্তমান পরিচালক মির্জ্জা সালমান ইস্পাহানি ও মোঃ সামসুল ইসলামের স্থানে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার জন্য নির্ধারিত ছিল। -অর্থনৈতিক রিপোর্টার মালেক স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষণা পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মালেক স্পিনিং লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ৩০ জুন ২০১৭ হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৪৫ টাকা ২০ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ২৭ ডিসেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ নবেম্বর। -অর্থনৈতিক রিপোর্টার
×