ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্যবসায় পিছিয়ে পড়ছে হামিদ ফেব্রিকস

প্রকাশিত: ০৩:২৫, ২৩ অক্টোবর ২০১৭

ব্যবসায় পিছিয়ে পড়ছে হামিদ ফেব্রিকস

অর্থনৈতিক রিপোর্টার ॥ হামিদ ফেব্রিকস ব্যবসায় সম্প্রসারণের লক্ষ্যে শেয়ারবাজার থেকে উচ্চমূল্যে ১০৫ কোটি সংগ্রহ করলেও নিয়মিতভাবে ব্যবসায় পিছিয়ে পড়ছে। কোম্পানিটিতে বিনিয়োগকারীদের শেয়ার প্রতি ৩৫ টাকার বিনিয়োগের বিপরীতে ২০১৬-১৭ অর্থবছরে মুনাফা নেমে এসেছে মাত্র ৭৯ পয়সা বা ২.২৫ শতাংশে। এমতাবস্থায় শুধু সাধারণ শেয়ারহোল্ডার জন্য লভ্যাংশ ঘোষণা করায় কোম্পানিটি রিজার্ভ ব্যবহার থেকে রক্ষা পাচ্ছে। ২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া হামিদ ফেব্রিকসের ২০১৩-১৪ অর্থবছরে শেয়ার প্রতি ৫.৫৮ টাকা মুনাফা হয়। কিন্তু শেয়ারবাজারে আসার পরের অর্থবছরেই নামে ধস এবং তা বিদ্যমান রয়েছে পরবর্তী বছরগুলোতে। বছরের ব্যবধানে ২০১৪-১৫ অর্থবছরে ইপিএস নেমে আসে ১.৮০ টাকায়। এক্ষেত্রে বছরের ব্যবধানে ইপিএস কমে ৩.৭৮ টাকা বা ৬৮ শতাংশ। যা ২০১৫-১৬ কমে ১.০১ টাকায় ও সর্বশেষ ২০১৬-১৭ অর্থবছরে ১ টাকার নিচে নেমে এসেছে। এ বছরে ইপিএস হয়েছে মাত্র ৭৯ পয়সা। কোম্পানিটি শেয়ারবাজারে প্রতিটি শেয়ার ৩৫ টাকা করে ছাড়ে। আর এই বিনিয়োগের বিপরীতে কোম্পানিটি ২০১৬-১৭ অর্থবছরে মাত্র ৭৯ পয়সা বা ২.২৫ শতাংশ হারে মুনাফা করেছে। কোম্পানিটির ২০১৬-১৭ অর্থবছরে ৭৯ পয়সা ইপিএস হিসেবে ৭ কোটি ১৯ লাখ টাকা মুনাফা হয়েছে। এর বিপরীতে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১৫ শতাংশ হারে প্রতিটি শেয়ারে ১.৫০ টাকা লভ্যাংশ ঘোষণা করেছে। তবে এ লভ্যাংশ উদ্যোক্তা/পরিচালক ব্যতিত অন্য শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
×