ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আজ ভারত মালয়েশিয়া ফাইনাল

প্রকাশিত: ০৭:৩৫, ২২ অক্টোবর ২০১৭

আজ ভারত মালয়েশিয়া ফাইনাল

রুমেল খান ॥ সাঙ্গ হবে খেলা। ভাঙ্গবে মিলনমেলা। আজই যবনিকাপাত ঘটতে যাচ্ছে বহুল আলোচিত ‘এশিয়া কাপ হকি’র দশম আসর। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত শেষ দুটি ম্যাচ। একটি তৃতীয় স্থান নির্ধারণী এবং অন্যটি ফাইনাল ম্যাচ। বিকেল ৩টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তান মোকাবেলা করবে দক্ষিণ কোরিয়াকে। আর সন্ধ্যা সাড়ে ৫টায় ফাইনালে ভারতের মুখোমুখি হবে মালয়েশিয়া। শনিবার অনুষ্ঠিত সুপার ফোরের ম্যাচে ভারত ৪-০ গোলে পাকিস্তানকে (ভারতের হয়ে ১টি করে গোল করেন সাতবীর সিং, হারমানপ্রীত সিং, ললিত উপাধ্যায় এবং গুরজান্ত সিং) এবং দক্ষিণ কোরিয়া ১-১ গোলে ড্র করে মালয়েশিয়ার সঙ্গে (কোরিয়ার গোলদাতা জিহুন ইয়াং, মালয়েশিয়ার গোলদাতা ফাইজাল সারি) হারিয়ে ফাইনালে নাম লেখায়। সুপার ফোরে নিজেদের তৃতীয় ম্যাচে এটা দ্বিতীয় জয় ভারতের। ৭ পয়েন্ট নিয়ে এই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হলো তারা। পক্ষান্তরে সমান ম্যাচে এটা পাকিস্তানের দ্বিতীয় হার। মাত্র ১ পয়েন্ট তাদের। চার দলের মধ্যে তলানীতে তারা। ফলে ফাইনালে ওঠার আশাও শেষ তাদের। এখন তৃতীয় হওয়ার ম্যাচ খেলবে তারা আজ। এদিকে সুপার ফোরে নিজেদের তৃতীয় ম্যাচে এটা মালয়েশিয়ার প্রথম ড্র। ৪ পয়েন্ট তাদের। ফলে সুপার ফোরে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকার সুবাদে তারা পৌঁছে গেল স্বপ্নের ফাইনালে। পক্ষান্তরে সমান ম্যাচে এটা কোরিয়ার তৃতীয় ড্র। ৩ পয়েন্ট তাদের। শনিবারের দ্বিতীয় ম্যাচটি ছিল দারুণ উত্তেজনাপূর্ণ। আগের ম্যাচে ভারত জিতে ফাইনালে ওঠায় দ্বিতীয় ম্যাচের সমীকরণ দাঁড়ায়; ফাইনালে উঠতে হলে অবশ্যই জিততে হবে কোরিয়াকে। আর মালয়েশিয়ার কমপক্ষে ড্র করলেই চলবে। তার মানে কোরিয়ার চেয়ে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে এগিয়ে থেকে মাঠে নামে মালয়বাহিনী। কিন্তু ম্যাচের ২৪ মিনিটে গোল হজম করায় উল্টো ফাইনালে উঠতে না পারার আতঙ্ক পেয়ে বসে এই আসরে কখনও ফাইনাল না খেলা (চতুর্থ স্থান অধিকার করেছে সর্বাধিক ৫ বার; ১৯৮২, ১৯৯৪, ১৯৯৯, ২০০৯ এবং ২০১৩) মালয়েশিয়াকে। অথচ এই আসরের গ্রুপ পর্বেই তারা ২-১ গোলে হারিয়েছিল কোরিয়াকে, যারা কিনা এই আসরের বর্তমান এবং সর্বাধিক চারবারের চ্যাম্পিয়ন। কিন্তু প্রথম তিন কোয়ার্টারে তাদের খেলা ছিল হতাশাজনক। এমনকি শেষ কোয়ার্টারের শেষদিকেও একই রকম খেলছিল তারা। ৫৯ মিনিটের খেলা শেষ। আর মাত্র এক মিনিট সময় পার করতে পারলেই জিতে কোরিয়া টানা তৃতীয়বারের মতো ফাইনালে খেলতে পারবেÑ এমনটাই ভাবছিলেন স্টেডিয়ামে উপস্থিত দর্শক এবং প্রেসবক্সের সাংবাদিকরা। কিন্তু সব হিসেব উল্টে দিয়ে পিসি থেকে গোল করে বসে মালয়েশিয়া। ফায়জাল সারির গোলে সমতায় ফেরে তারা। চলতি আসরে এটা ফাইজালের ব্যক্তিগত সপ্তম গোল, যা টুর্নামেন্টের সর্বোচ্চ (অংশীদার ভারতের হারমানপ্রীত সিং)। গোল হলে কোরিয়া অবশ্য শেষ চেষ্টা করেছিল, কিন্তু দ্বিতীয় গোল করতে পারেনি। খেলা শেষ হলে কান্নায় ভেঙ্গে পড়ে কোরিয়া দল, আর উচ্ছ্বাসে ফেটে পড়ে মালয়েশিয়ান দল। আজকের ফাইনালে অবশ্য ফেবারিট ভারতই। তাদের র‌্যাঙ্কিং ৬, মালয়েশিয়ার ১২। যেখানে ভারত এশিয়া কাপ জিতেছে দু’বার (২০০৩, ২০০৭), সেখানে মালয়রা ফাইনালই খেলবে এই প্রথম (ভারত নিয়ে অষ্টমবারের মতো ফাইনাল খেলবে, যা সবার চেয়ে বেশি)। শুধু তাই নয়, চলতি আসরে ভারত সুপার ফোরের ম্যাচে মালয়েশিয়াকে ৬-২ গোলে বিধ্বস্ত করেছিল। কাজেই আজকের ফাইনালে জিতলে প্রতিশোধ নিতে পারবে মালয়রা। আজকের ফাইনালে জিতে ২০০৭ সালের পর আবারও এশিয়া কাপ হকির ট্রফি জিতে তা নিয়ে উল্লাসে মেতে উঠতে পারবে কি ‘চাক দে ইন্ডিয়া’র ভারত? নাকি প্রথমবারের মতো ফাইনালে উঠেই শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করতে পারবে মালয়েশিয়া? সেটাই এখন দেখার বিষয়।
×