ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইপিএলে জয়ে ফিরল চেলসি

প্রকাশিত: ০৬:০৪, ২২ অক্টোবর ২০১৭

ইপিএলে জয়ে ফিরল চেলসি

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে জয়ে ফিরল চেলসি। তিন ম্যাচ পর শনিবার তারা ৪-২ গোলে হারায় ওয়াটফোর্ডকে। এর ফলে মৌসুমের প্রথম ৯ ম্যাচ থেকে ১৬ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লীগের চতুর্থ স্থানে অবস্থান করছে। ইংলিশ প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। কিন্তু হঠাৎ করেই যেন খেই হারিয়ে ফেলে এ্যান্তনিও কন্টের দল। ম্যানচেস্টার সিটি এবং ক্রিস্টাল প্যালেসের কাছে টানা দুই ম্যাচে হার মানে তারা। শুধু তাই নয়, গত বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে নিজেদের মাঠে রোমার সঙ্গেও ৩-৩ গোলে ড্র করে পয়েন্ট হারায় ব্লুজরা। তাই ওয়াটফোর্ডের বিপক্ষে ম্যাচে জয়ের আত্মবিশ্বাস নিয়েই খেলতে নামে স্বাগতিকরা। শুরুটা অবশ্য দারুণভাবেই করেন তারা। প্রথমার্ধের ১২ মিনিটেই চমৎকার এক গোল করে দলকে এগিয়ে দেন পেড্রো। ইডেন হ্যাজার্ডের কাটব্যাক পেয়ে ডি-বক্সের বাইরে থেকে বাঁকানো জোরালো শটে বল জালে পাঠান এই স্প্যানিশ ফরোয়ার্ড। কিন্তু বিরতির ঠিক আগেই আবদুলাই দুকুরের গোলে সমতায় ফিরে ওয়াটফোর্ড। ডেভিড লুইস হেডে বল বিপদমুক্ত করার চেষ্টা করলে তা পেয়ে দুর্দান্ত ভলিতে কাছের পোস্ট ঘেঁষে জালে পাঠান এই ফরাসী মিডফিল্ডার। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে এগিয়ে যায় সফরকারীরা। বাঁদিক থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার রিচার্লিসনের পাস পেয়ে গোলটি করেন আর্জেন্টাইন মিডফিল্ডার রবের্তো পেরেইরা। ৭১ মিনিটে ডানদিক থেকে পেদ্রোর ক্রসে হেডে সমতা ফেরান বেলজিয়ামের ফরোয়ার্ড মিচি বাতসুয়াই। ৮৭ মিনিটে উইলিয়ানের ক্রসে স্প্যানিশ এই ডিফেন্ডার সেসার আসপিলিকুয়েতার হেডে আবারও এগিয়ে যায় চেলসি। আর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে নিজের দ্বিতীয় গোলে জয় নিশ্চিত করেন বাতসুয়াই। এই জয়ের ফলে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে এ্যান্তনিও কন্টের দল। ব্লুজদের সংগ্রহে ১৬ পয়েন্ট। ইংলিশ প্রিমিয়ার লীগে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে যথারীতি ম্যানচেস্টার সিটি। দুই পয়েন্ট কম নিয়ে দুইয়ে ম্যানইউ।
×