ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বর্ণজয়ী শূটার হায়দার আলীর ইন্তেকাল

প্রকাশিত: ০৬:০৩, ২২ অক্টোবর ২০১৭

স্বর্ণজয়ী শূটার হায়দার আলীর ইন্তেকাল

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক শূটিংয়ে বেশ কয়েকবারই বাংলাদেশের জন্য গর্ব বয়ে এনেছিলেন। বিজয় ছিনিয়ে এনেছেন। উড়িয়েছিলেন বাংলাদেশের জাতীয় পতাকা। ১৯৯১ সালের সাফ গেমসে দলগত পিস্তল ইভেন্টে স্বর্ণ জয় করেছিলেন হায়দার আলী। তিনি ৫৯ বছর বয়সে শুক্রবার দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। রাজশাহীতে জন্ম নেয়া হায়দার বেশ কিছুদিন ধরেই জটিল কিডনি রোগে ভুগছিলেন। চলছিল চিকিৎসা, সেই চিকিৎসাধীন অবস্থায়ই মৃত্যুর কাছে হার মানলেন তিনি। ১৯৯১ সালে স্বর্ণপদক জয়ের পরের বছরই সাফ শূটিংয়ে ৫০ মিটার পিস্তলের দলগত সোনাজয়ী দলের সদস্যও ছিলেন হায়দার। খেলা ছাড়ার পরও ছিলেন শূটিংয়ের সঙ্গে। দীর্ঘদিন জাতীয় শূটিং দলের পিস্তল কোচ হিসেবে কাজ করেছেন।
×