ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইনজুরি দেশে ফিরছেন তামিম ইকবাল

প্রকাশিত: ০৬:০৩, ২২ অক্টোবর ২০১৭

ইনজুরি দেশে ফিরছেন তামিম ইকবাল

স্পোর্টস রিপোর্টার ॥ ইনজুরিতে বাংলাদেশ ওপেনার তামিম ইকবালের দক্ষিণ আফ্রিকা সফর শেষ হয়ে গেছে। আজ দেশে ফিরে আসছেন এ দেশসেরা ওপেনার। যদি দেশে ফিরে আসার টিকেট না মিলে তাহলে সোমবার বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও ইনজুরিতে থাকা ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানের সঙ্গে দেশে ফিরবেন তামিম। দক্ষিণ আফ্রিকায় গিয়ে তখনও কোন ফরমেটের সিরিজই শুরু হয়নি। প্রথমে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নামেন তামিম। সেই ম্যাচটিতেই মাংসপেশিতে টান লাগে তার। এরপর প্রথম টেস্ট খেলতে পারবেন কিনা অনিশ্চয়তা দেখা দেয়। তবুও প্রথম টেস্ট খেলতে নামেন। তাতে আবারও সমস্যা হয়। দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি। এমনকি প্রথম ওয়ানডেতেও খেলতে পারেননি। এমনই অবস্থা হয়েছে, বিশ্রাম নেয়াই তার জরুরী ছিল। কিন্তু তামিম বিশ্রাম না নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে খেলতে নামেন। তাতে আবার বিপদ দেখা দেয়। এবার এমনই অবস্থা হয়েছে মাংসপেশির ব্যথা দেখা দিয়েছে। সফরই শেষ হয়ে যায় তামিমের। চার সপ্তাহের জন্য ব্যাট হাতে ফিরতে পারবেন না তামিম। তার মানে বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) শুরুর দিকেও তামিমকে দেখা যাবে না। পার্লে দ্বিতীয় ওয়ানডেতেই মাংসপেশির ব্যথাটি বাড়ে। ইস্ট লন্ডনে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলবে বাংলাদেশ। শুক্রবার দলের সঙ্গে ইস্ট লন্ডনে অনুশীলন করতে পারেননি তামিম। সেদিন তামিমের আলট্রাসনোগ্রাম করানো হয়। রিপোর্ট খুব একটা ভাল আসেনি। তাই তো সফর শেষ হয়ে গেছে তামিমের। সফরে দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুই টি২০ ম্যাচের সিরিজ খেলছে বাংলাদেশ। তামিম একটি টেস্ট ও একটি ওয়ানডে খেলতে পারেন। দুটি ম্যাচ খেলেই তামিমের সফর শেষ হয়ে যায়। বাঁ উরুর চোটটা আরও বেড়েছে। তামিম উরুর চোট যখন পান তখনই তার সফর শেষ হয়ে যাওয়ার কথা ছিল। তখন চার সপ্তাহের বিশ্রাম দেয়া হতে পারে। এমন আলোচনাই চলছিল। কিন্তু তামিম নিজে চেষ্টা করে ফিট হয়ে ওঠেন। আত্মবিশ্বাসী হয়ে ওঠেন খেলার জন্য। আর তাই প্রথম টেস্ট খেলেন। আবার ব্যথা পেয়ে ফিরে এসে আবার দ্বিতীয় ওয়ানডে খেলেন। এবার আর সফরে থাকার কোন সুযোগই পাননি তামিম। নিজেই বুঝে গেছেন সামনে যে সময়টুকু আছে একটি ওয়ানডে ও দুটি টি২০ ম্যাচ আছে তাতে খেলা সম্ভব নয়। টিম ম্যানেজমেন্টও তা বুঝে গেছে। তাই তামিম ফিরেই আসছেন।
×