ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাশিয়ায় প্রীতি ম্যাচে আর্জেন্টিনা দলে এ্যাগুয়েরো

আবারও উপেক্ষিত হিগুয়েইন

প্রকাশিত: ০৫:৫৯, ২২ অক্টোবর ২০১৭

আবারও উপেক্ষিত হিগুয়েইন

স্পোর্টস রিপোর্টার ॥ অনেক নাটকীয়তার পর রাশিয়া বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ২০১৮ বিশ্বকাপকে সামনে রেখে আগামী মাসেই দুটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসির দল। একটিতে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বিশ্বকাপের আয়োজক দেশ রাশিয়া। অন্যটি অবশ্য এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি। আর এই দুই ম্যাচের জন্যই শনিবার দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ জর্জ সাম্পাওলি। এই দলে ডাক পেয়েছেন ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও এ্যাগুয়েরো। কিন্তু আবারও উপেক্ষিত হলেন গঞ্জালো হিগুয়েইন। আগামী ১০ নবেম্বর বিশ্বকাপের স্বাগতিক রাশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে মস্কো সফরে যাচ্ছে আর্জেন্টিনা। তার চারদিন পর আরেকটি দলের সঙ্গে সেখানে মুখোমুখি হবে মেসি-দিবালারা। যে দলটির নাম এখনও চূড়ান্ত হয়নি। গত জুনে আর্জেন্টাইন দলের দায়িত্ব নেন সাম্পাওলি। এরপর থেকেই কোচের নজরে আসতে পারেননি হিগুয়েইন। জুভেন্টাসের এই তারকা ফুটবলার এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ৬৯ ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। আর এই সময়ের মধ্যে প্রতিপক্ষের জালে ৩২ বার বল জড়িয়েছেন তিনি। ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালে জার্মানির বিপক্ষে ১-০ গোলের পরাজয়ের ম্যাচটিতে হিগুয়েইন মূল একাদশে ছিলেন। তবে রাশিয়ায় যেতে পারবেন কি না তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এ সম্পর্কে সাম্পাওলি বলেন, ‘বিশ্বকাপে আদৌ হিগুয়েইন যাবে কিনা এ নিয়ে আমরা এখনও পর্যালোচনা করছি।’ এদিকে ইংলিশ প্রিমিয়ার লীগের জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে চলতি মৌসুমটা দুর্দান্ত কাটছে সার্জিও এ্যাগুয়েরোর। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে সমান ৬ বার বল জড়িয়েছেন তিনি। কিন্তু দুর্ভাগ্য তার। পায়ের ইনজুরির কারণে পেরু ও ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপের শেষ দুটি বাছাইপর্বের ম্যাচে অনুপস্থিত ছিলেন তিনি। তবে সাম্পাওলি ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছেন মেসি ও জুভেন্টাস স্ট্রাইকার পাওলো দিবালা একসঙ্গে খেলতে নামবেন এবার। দিবালা এখনও দলের হয়ে কোন গোল পাননি। শেষ দুটি ম্যাচে বদলি বেঞ্চে ছিলেন তিনি।
×